প্রথম যৌ'নতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! সব সময়ে যে স্বেচ্ছায় সেই অ'ভিজ্ঞতা হয়, এমনও তো নয়। অসম প্রেম বা যৌ'ন হে'নস্থার হাত ধরে অসময়ে যৌ'নতা এসে পড়ে জীবনে।
যেমন বলিউড অ'ভিনেতা রণবীর সিংহ জানিয়েছিলেন, ১২ বছর বয়সেই কৌমা'র্য হারিয়েছিলেন তিনি। বলিপাড়ার অলিগলিতে রমণীমোহন হিসেবেই তাঁর নামডাক! তার বীজও কি নিহিত ছিল তাঁর শৈশবেই?
মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, তাঁর প্রথম যৌ'নমিলনের অ'ভিজ্ঞতা হয়েছিল মাত্র ১২ বছর বয়সে। ২৬ বছর বয়সে পৌঁছতেই বুঝে গিয়েছিলেন, তিনি নিজে যৌ'নতাসর্বস্ব মানুষ। তা মেনে নিয়েই সহজ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন অ'ভিনেতা।
অফিসের বাইরে কার্তিক, কোন ছবি নিয়ে আসছেন ইমতিয়াজ?
আরও পড়ুন
পুরস্কার নিতে মঞ্চে অর্জুন, গল্পে বিভোর কিয়ারা-সি'দ্ধার্থর খেয়ালই নেই!
শুধু তা-ই নয়,
কখন কী হয়ে যায়, সে কথা মাথায় রেখে মানিব্যাগে সব সময় কন্ডোম রাখেন। সে কথাও নিজেই কবুল করেন ‘গালি বয়’। তাঁর মতে, জন্ম'দিনের সেরা উপহার উদ্দাম যৌ'নমিলন।
তবে এ-ও সত্যি যে, যৌ'বনে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন অ'ভিনেতা। এক প্রযোজক তাঁকে আড়ালে ডেকে প্যান্ট নামিয়ে বলেছিলেন, ‘‘এটা দেখো, ধরো।’
’ জীবনের সেই অন্ধকার দিকগু'লো সামনে আনতে দ্বিধা করেননি বর্তমানে দীপিকা পাড়ুকোনের স্বামী। শোনা যায়, দু’জনে সুখী সংসারী। রণবীরের এমন ‘গোলমেলে’ যৌ'ন অ'ভিজ্ঞতা কি মানুষ হিসেবে তাঁকে বদলে দিয়েছে? সে প্রশ্নের উত্তর যদিও এখনও অধ’রা।
Leave a Reply