কালো রঙের শাড়ি, গায়ে ব্লেজার, চোখে কালো চশমা। কপালে লাল টিপ। এক হাতে ছাতা আর অন্য হাতে ধ’রা ব্যাগ।
এমন সাজেই ইতালির মিলানে সড়কে হাঁটছেন এক যুবক। তিনি বাঙালি।
ভারতের পশ্চিমব'ঙ্গের কলকাতার বংশোদ্ভূ'ত সেই যুবকের ছবিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগু'লো ঘুরছে বিভিন্ন প্লাটফর্মে।
39404142
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইতালির রাস্তায় শাড়ি-ব্লেজার পরে বাঙালি যুবক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
খবরে বলা হয়, একজন পুরুষকে রাস্তায় শাড়ি পরে ঘুরতে দেখে অনেকে 'হতবাক হয়েছেন। কে এই যুবক তা নিয়েও চলছে আলোচনা।
সেই যুবক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ছবিগু'লো পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনুমান করুন তো, বিশ্বের ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে?’
43444546
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া ওই ব্যক্তি একজন বাঙালি। তার নাম পুষ্পক সেন।
তিনি ভারতের পশ্চিমব'ঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার বাসিন্দা। পুষ্পক ইতালির ফ্লোরেন্সে ফ্যাশন মা'র্কেটিং এবং কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করছেন। ২৬ বছর বয়সী এই বাঙালি যুবক পড়াশোনার জন্য এখন ইতালিতেই রয়েছেন।
4431
474849501
তবে আশ্চর্যের বি'ষয় হচ্ছে, পুষ্পকের শাড়ি পরার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও প্রায়শই শাড়ি পরতেন তিনি। এমনকি কলেজ জীবনেও শাড়ি পরেছেন।
দ্যবংমুন্ডা নামে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে পুষ্পকের। সেই অ্যাকাউন্টেই এই ছবি পোস্ট করেছেন তিনি।
পুষ্পক জানিয়েছেন, মিলানের রাস্তায় শাড়ি পরে ছবি তোলাটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল না। শাড়ি পরার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াও তার একটি লক্ষ্য।
Leave a Reply