পুরষা'ঙ্গের সমস্যার সমাধানের নতুন উপায় খুঁজে বের করলেন লেবাননের কিছু গবেষক। তাঁদের মতে, ইলেকট্রিক শক দিয়ে লি'ঙ্গের শিথিলতা দূর করা যেতে পারে। সম্প্রতি এক যুবকের যৌ'না'ঙ্গে এই পরীক্ষা করা হয়েছিল। তাতে নাকি সাফল্যও মিলেছে।
Male Genital problem
সম্পর্কে মনের গু'রুত্ব যেমন রয়েছে, তেমনই প্রয়োজনীয়তা রয়েছে শরীরের। যৌ'নমিলনে সুখ না থাকলে মনেও শান্তি থাকে না। লি'ঙ্গের শিথিলতার কারণে যাঁরা
যৌ'নসুখ থেকে বঞ্চিত, তাঁদের ক্ষেত্রে নতুন এই প'দ্ধতি ভীষণভাবে কার্যকর 'হতে পারে বলে মনে করছেন লেবাননের গবেষকরা। ‘এশিয়ান জার্নাল অব ইউরোলজি’ নামের এক জার্নালে এই গবেষণার বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
[আরও পড়ুন: রেলের ওয়াইফাই কাজে লাগিয়ে চুটিয়ে ডাউনলোড হচ্ছে প'র্ন! শীর্ষে কোন শহর জানেন?]
জার্নালে জানানো হয়েছে,
লি'ঙ্গ শিথিলতার সমস্যায় ভুগছিলেন ২৮ বছরের এক যুবক। মাত্র ৪০ সেকেন্ডেই নিস্তেজ হয়ে যেতেন তিনি। ফলে যৌ'নসুখ থেকে বঞ্চিত থেকে যেতে তাঁর স'ঙ্গী।
এই সমস্যা নিয়ে একাধিক চিকিৎসকের দ্বারস্থ হন ওই যুবক। শেষে বেইরুটের এক ক্লিনিকে তাঁর উপর পরীক্ষামূলকভাবে শক থেরাপি ব্যবহার করা হয়।
Male Genital problem 1
জানা গিয়েছে, এর জন্য দু’টি বিদ্যুৎবাহী তার ব্যবহার করা হয়েছিল। সেই তারের মাধ্যমে চিকিৎসকরা তিনবার যুবকের লি'ঙ্গে ইলেকট্রিক শক দেওয়ার সি'দ্ধান্ত নেন চিকিৎসকরা।
একটানা প্রায় আধ ঘণ্টা করে শক দেওয়া হয়। তাতেই ফল মেলে। জানা গিয়েছে, শক থেরাপির পর যুবকের স'ঙ্গমে লি'প্ত হওয়ার সময় বেড়ে হয়েছে গড়ে প্রায় সাড়ে তিন মিনিট।
এই সাফল্যের পর অনেকে মন করছেন শক থেরাপির মাধ্যমে পুরুষা'ঙ্গের অন্যান্য সমস্যাও সারানো সম্ভব। অনেকে আবার এ বি'ষয়ে একমত নন। তাঁদের যুক্তি, একটি মাত্র ঘটনার
উপর ভিত্তি করে কোনও সি'দ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই প'দ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে। একটু ভুল হলে কোনও ব্যক্তি সারাজীবনের মতো যৌ'নসুখ থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন।
Leave a Reply