বলিউডের (Bollywood) তারকাদের নিয়ে নেটিজেনদের মনে উন্মা'দনা চিরকালই।
তারকাদের চোখের সামনে এক ঝলক দেখবার জন্য রীতিমতো পাগল হয়ে যান তাঁদের অজস্র অনুগামীরা। বলিউডের অ'ভিনেতা-অ'ভিনেত্রীরা কোথায় যাচ্ছেন,
কী করছেন, কাদের স'ঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন এই সমস্ত মুখরোচক খবর বি-টাউনে মূল চর্চিত বি'ষয়।
বলিউড তারকারা' প্রকাশ্যে বেরোলেই মুহূর্তের মধ্যে ক্যামেরায় ব'ন্দি হয়ে যান।
তবে অনুরাগীদের এই উন্মা'দনাকে নিয়ে মাঝেমধ্যে বিব্রত বোধ করেন সেলিব্রিটিরা।
বলিউডের বিভিন্ন সুন্দরী অ'ভিনেত্রীরা বিভিন্ন রকমের ডিজাইনের পোশাকে মাঝেমধ্যে ধ’রা দেন ক্যামেরায়। তবে এই সমস্ত সুন্দর ডিজাইনের পোশাকের জন্য
অ'ভিনেত্রীদের মাঝেমধ্যে বিপাকে পড়তে হয়। ক্যামেরায় মাঝেমধ্যেই পোশাক বিভ্রাটের জন্য অ'ভিনেত্রীদের ‘উপস মোমেন্টে’ (Oops Moment) পড়তে হয়।
সাম্প্রতিককালে বলিউডের অন্যতম সুন্দরী এবং দক্ষ অ'ভিনেত্রী হলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।
নিজের সৌন্দর্য এবং অ'ভিনয় দক্ষতার জন্য তিনি প্রথম সারির অ'ভিনেত্রীদের মধ্যে নাম তৈরি করেছেন। ইতিমধ্যে বিভিন্ন স্বাদের সিনেমা
উপহার দিয়ে তিনি তাঁর দর্শকদের মনোরঞ্জন করেছেন। তাঁর সৌন্দর্য্যে ক্লিন বোল্ড হয়ে যান লাখো লাখো অনুরাগী।
সোশ্যাল মিডিয়ায় অ'ভিনেত্রীকে এক ঝলক দেখলে নেটিজেনদের মনে উষ্ণতার পারদ চড়ে। এহে'ন একজন হাইভোল্টেজ অ'ভিনেত্রীর একটি
‘উপস মোমেন্ট’এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরমভাবে ভাইরাল হয়েছে। সহ-অ'ভিনেতা সি'দ্ধার্থ মলহোত্রা (Siddhartha Malhotra) সাথে একটি অনুষ্ঠানে স্টেজ এর মধ্যে প্রকাশ্যে পোশাক বিভ্রাটের শিকার হন এই অ'ভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল (Viral Video) হলেও, আসলে ভিডিওটি বেশ কয়েক বছর আগেকার পুরনো।
জাবারিয়া জোড়ি সিনেমা'র প্রমোশনের সময়কার এই ভিডিওটি। এই সিনেমাতে অ'ভিনয় করেছিলেন সি'দ্ধার্থ মালহোত্রা এবং অ'ভিনেত্রী পরিণীতি চোপড়া। সিনেমা'র প্রমোশনে হাজির হয়েছিলেন অ'ভিনেত্রী।
আর সেখানেই অ'ভিনেত্রীকে একটি গাঢ় সবুজ রঙের ঢিলেঢালা ওয়ানপিস পোশাকে দেখা গিয়েছিলেন। কিন্তু পোশাকটি এতটাই ঢিলেঢালা ছিল যে মঞ্চে হাঁটাচলা করতে অ'ভিনেত্রীর খুবই অসুবিধা হচ্ছিল। তবে এরপর ঘটে আসল বিপত্তি। কথার পরিপ্রেক্ষিতে অ'ভিনেত্রী, অ'ভিনেতা সি'দ্ধার্থ মলহোত্রাকে হাত তুলে জড়িয়ে ধরতে গেলে তাঁর পোশাকের কিছু অংশ উঠে যায়। এর ফলে ক্যামেরায় অস্বস্তির মধ্যে পড়েন অ'ভিনেত্রী। পরবর্তীকালে অ'ভিনেত্রীর এই ‘উপস মোমেন্ট’এর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়।
Leave a Reply