ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো।
যেখানে আড্ডার ছলে পরিচালক, প্রযোজক করণ জোহরের প্রশ্ন বাণে তারকারা' মুখ খুলতে একপ্রকার বাধ্য। গভীর প্রেমের কথা জাহির করা থেকে বিচ্ছেদ নিয়ে অকপট তারকারা'।
বিভিন্ন গু'ঞ্জন নিয়ে তাঁরা কতটা ভাবিত, কতটাই বা প্রভাব ফেলে জীবনে, সবটাই ফাঁ'স করেন এই টক শোয়ে। কয়েক মাস আগে শো বন্ধ করে যাচ্ছে,
এমন খবর রটিয়ে দর্শকদের মন ভেঙেছিলেন করণ। যদিও কয়েক ঘণ্টা পরেই জুড়ে দিয়ে বলেছিলেন, শো নিয়ে তিনি খুব শিগগিরই হাজির হচ্ছেন, তবে এবার আরও ভিন্ন স্বাদে।
করণ আগেই জানিয়েছেন, ‘কফি উইথ করণ’-এর স'প্তম সিজন টিভির পর্দায় না, আসছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। রবিবার করণ নিজেই তাঁর ইনস্টাগ্রামে
এই শোয়ের একটি টিজার শেয়ার করেছেন। আর সেই টিজার দেখেই নস্টালজিয়ায় মজেছে নেটদুনিয়া। টিজারে রণবীর কাপুর, রণবীর সিং, সইফ আলি খান, করিনা কাপুর,
প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, সারা আলি খান, ঐশ্বর্য রাই, সলমন খান, বিপাশা বসু এবং আলিয়া ভাট-সহ আরও অনেককে দেখানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই এর
আগে ‘কফি উইথ করণ’-এর শো জমিয়ে গিয়েছেন। এই টিজারটি শেয়ার করে, করণ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আন্দাজ করুন কে ফিরে এসেছে? আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে ‘কফি উইথ করণ সিজন ৭’।’
উল্লেখ্য, ষষ্ঠ সিজনে শেষদিনের অতিথি ছিলেন করিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিনের বিবাদ ভুলে তাঁরা ফের গল্পে মশগু'ল হওয়ায় চমকে গিয়েছিল গোটা বি টাউন।
সূত্রের খবর, চলতি সিজনে শো জমাতে আসতে পারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও। পাশাপাশি আরও এক তারকা নবদম্পতি রণবীর-আলিয়ারও অতিথি হিসেবে আসার কথা। কিন্তু রণবীর নাকি শোয়ে আসতে নারাজ। তাছাড়াও একঝাঁক দক্ষিণী তারকারা' উপস্থিত থাকবেন শোয়ে।
Leave a Reply