টিভি পর্দার সফল উপস্থাপক ছিলেন। এখন তিনি সিনেমা’র জনপ্রিয় নায়িকা। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমা’র মাধ্যমে রূপালি জগতে পা গলান।
এরপর দুই বাংলার শীর্ষ তারকাদের স’'ঙ্গে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছেন তারকা খ্যাতি।
তিনি নুসরাত ফারিয়া। শোবিজের রঙিন দুনিয়ায় তারকা হলেও বাস্তব জীবনে তিনি একজন নারী।
অন্য সবার মতো তার মনেও অনুভূ’তি আছে, নিজের একান্ত জিনিসগু'’লোর প্রতি একচ্ছত্র টান আছে।..
সে কথাই যেন স্পষ্ট করে বললেন অ’ভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি জিনস ও টপ পরে আছেন। খোলা চুল দুই বাহু হয়ে নেমে এসছে সামনে। হাত দু’খানি রেখেছেন মাথায়।
ছবিটির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমি একজন মেয়ে। আমা’র চুল, মুখ, মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না’।
অধিকাংশ নারীই এমন। তাদের একান্ত প্রিয় জিনিসে কেউ হাত দিক, এটা তারা মোটেও পছন্দ করেন না। ফারিয়াও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তার এই অকপট ঘোষণায় সেটা পরিষ্কার হয়ে গেল।
এদিক ফারিয়া সম্প্রতি কলকাতায় নতুন একটি সিনেমা’র কাজ সম্পন্ন করে এসেছেন।
যেটার নাম ‘রকস্টার’। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটিতে তার নায়ক যশ দাশগু'”'প্ত। এটি বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারিয়া।
প্রস’'ঙ্গত, ২০২০ সালের ১ মা’র্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের স’'ঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া। ৭ বছর প্রেমের পর তারা বাগদান সারেন। তবে গত বছরের অক্টোবরে ফারিয়া জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।
Leave a Reply