ভারতে কলেজ ছাত্রের এডমিট কার্ডে বাবার নাম ইমর'ান হাশমি ও মায়ের নাম সানি লিওন।
আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের এক কলেজ ছাত্রের এডিমিট কার্ডে এমনটা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শোরগোল শুরু হয়েছে।
ছাত্রের নাম কুন্দন কুমা'র। বাবা মায়ের নামের পাশাপাশি ছাত্রের বাড়ির ঠিকানায় রয়েছে এক যৌ'’নপল্লি স্থানের নাম।
এডমিট কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই চোখে পড়ে কলেজ কর্তৃপক্ষের। কলেজ থেকে জানানো হয়,
বি'ষয়টি দেখছেন তারা। কীভাবে এমন বিভ্রান্তি তৈরি হলো। এমনও 'হতে পারে ছাত্র নিজেই এমনটা ঘটিয়েছে।
পর্যবেক্ষণ করে এ নিয়ে বিস্তারিত জানাবে তারা। তবে সানি লিওনের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এর আগেও বিভ্রান্ত 'হতে হয়েছে তাকে।
ঘটনাটি বিহারেই ঘটে গতবছর। জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মেধা তালিকায় নাম আসে সানি লিওনের।
প্রা'প্ত নম্বর ছিল ৯৮.৫ শতাংশ। তবে এমন বিভ্রান্ত ঘটনা ইমর'ান হাশমির জন্য প্রথম।
Leave a Reply