ওমর' সানী ও জায়েদ খানের লড়াই, এরপর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গু'ঞ্জন নানান বি'ষয় নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে যায়।
তবে শেষ পর্যন্ত শান্ত হয়েছে ঢাকাই সিনেমা'র প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমীকে ঘিরে সম্প্রতি আলোচনা।
এবার সামনে এলো মৌসুমীর সিনে জীবনের ‘ভাঙন’ এর খবর। সিনেমা'র নাম ‘ভাঙন’। নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন।
রোববার (১৯ জুন) রাতে প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার। পোস্টারে দেখা দিয়েছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু।
এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি। নির্মাতা সূত্রে জানা গেছে,
সিনেমায় মৌসুমী মূলত একজন হকারের ভূমিকায় অ'ভিনয় করেছেন। যিনি চুড়ি-ফিতা এসব বিক্রি করেন।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’। নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমা'র কাজ শেষ।
শিগগিরই এটি মুক্তি দেবেন। হকার, পতি’তা, পকেটমা'র, বংশীবাদকসহ বিভিন্ন প্রান্তিক ও ছিন'্নমূল মানুষের গল্প তুলে ধ’রা হবে সিনেমাটিতে।
Leave a Reply