বলিউডের কুইন ঐশ্বর্য রাই বচ্চন যার রূপের আগু'নে ঝলসে যায় গোটা দুনিয়া। তাঁর নীল চোখে যেন ডুবে যায় তাঁর ভক্তদের মন।
এবার সেই রূপসীর ই পাসপোর্ট এর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পাসপোর্টটি তৈরী করা হয়েছিল ২০০৬ সালে।
ঐশ্বর্য রাই বচ্চনের একটি মিষ্টি ছবি যেটি নেটিজেনদের নজর কেড়েছে। আই কার্ড কিংবা আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টস
গু'লোতে কারোরই মুখের ছবি খুব একটা ভাল আসেনা কারোর বললে ভুল হয় সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ আমজনতা সকলেরই মুখের ছবি আসে বিতিকিচ্ছিরি।
নেটিজেনদের একাংশের দাবি করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের ভোটার কার্ড অথবা আধার কার্ডের ছবি যেন
প্রকাশ্যে আনা হয় এবং সেই অনুযায়ী ঐশ্বর্য রাই বচ্চনের একটি পাসপোর্ট এর ছবি আনা হয় প্রকাশ্যে।
আরো পড়ুন: একটু শব্দ করলেই চম্বলের ডা'কাতরা গু'’লি করে মে’রে ফেলতো, ভেবে এখনো আঁ’ত’কে ওঠেন অক্ষয় কুমা'র
ঐশ্বর্য রাই বচ্চনের পাসপোর্টে তাঁর ছবিটি এত সুন্দর যে সেই রকম সুন্দর ছবি হয়তো একমাত্র তাঁরই এসেছে পাসপোর্টে।
তবে অনেকেরই দাবি উঠেছে যে, পাসপোর্টে তাঁর এরকম সুন্দর ছবি আধার কার্ড অথবা ভোটার কার্ডে কি রূপ নিয়েছে, সেটা যেন অবশ্যই দেখানো হয়।
Leave a Reply