ছোটপর্দার জনপ্রিয় অ’ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি মালয়েশিয়া গিয়েছেন। সেখানেই গিয়ে তাকে পড়তে হয়েছে জটিলতায়। তবে এটা বাস্তবে নয়।
‘কাউন্টডাউন’ নামের ধা’রাবাহিকে এমন দৃশ্য দেখা যাব'’ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটি আগামী ৩১ মে থেকে আরটিভিতে প্রচার হচ্ছে।
শাহ্ মো. নাঈমূল করিমের রচনায় নাটকে আরও অ’ভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, ঊর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।
ধা’রাবাহিকটির গল্প প্রস’’'ঙ্গে সকাল আহমেদ জানান ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। তিনি বলেন, ‘১১ জন বন্ধু ঢাকা থেকে মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে।
বন্ধুত্ব থেকে প্রেম হয় আবার একটা পর্যায়ে ঘটে খু’নের মতো ঘটনাও। মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার- সবই থাকছে।
নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শক।’
শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি এখন প্রা’'প্তবয়স্ক নায়িকা। ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা’র মাধ্যমে নায়িকা রূপে অ’ভিষেক হয়েছে তার। এরপর আরও একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন। সেসব সিনেমায় পেয়েছেন দেশের বিভিন্ন নায়ক-অ’ভিনেতাকে।
এবার দীঘি পর্দা ভাগাভাগি করবেন কলকাতার নায়ক বনি সেনগু'”'প্তের স’'ঙ্গে। নতুন সেই সিনেমা’র নাম ‘মানব দানব’। নির্মাণ করবেন বজলুর রাশেদ চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
Leave a Reply