রমণীর মন বেজায় কঠিন। এই মনের নাগাল পাওয়া বেশ দুষ্কর। বিশেষত যৌ'’নতার ক্ষেত্রে। মেয়েরা যে কী চায় কী চায় না, তা বুঝতে পুরুষের গলদঘর্ম দশা হয়।
কোনও পুরুষ হয়তো ভাবলেন, তাঁর স’'ঙ্গী হয়তো দুরন্ত যৌ'’নতা উপভোগ করেন। কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উলটো। হালকা যৌ'’নতা পছন্দ তাঁর। আবার এর উলটোটা যে হয় না, তা নয়। বরং সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই নাকি হয়।
একটি অনলাইন ডেটিং সাইট এই সমীক্ষা চালায়। প্রায় ৪ লক্ষ জন এখানে নিজেদের নাম রেজিস্টার করায়। তাদের মধ্যেই সমীক্ষা চালানো হয়।
দেখা যায়, প্রায় ৬২ শতাংশ মহিলা দুরন্ত যৌ'’নতা বা রাফ সে’ক্সপছন্দ করেন। ডেটিং সাইটের সমীক্ষায় তাঁরা একথা স্বীকার করেছেন। নিজেদের পছন্দের কথা অকপটে জানিয়েছেন সকলে।
নারী মাত্রই কোমল। তারা চায় যৌ'’নতার সময় তার চুল নিয়ে খেলা করুক স’'ঙ্গী। হালকা ফোরপ্লে চাইই চাই। কিন্তু সমীক্ষা বলছে, এমনটা নয় মোটেই।
মেয়েরা চায় রাফ সে’ক্স(Rough sex)। তারা চায়, চুল নিয়ে খেলা নয়, ‘ফিফটি শেডস’-এর ক্রিশ্চিয়ান গ্রে'’’র মতো রীতমতো চুল টেনে সে’ক্স করুক তার স’'ঙ্গী। পার্টনার তাকে সে’ক্সের সময় কন্ট্রোল করুক। আর তা অবশ্যই রাফ ভাবে।
সম্পূর্ণ বিডিএসএম না হলেও বিডিএসএম-এর মতো হলে ক্ষ’তি কিঅনেকে আবার এতেও সন্তুষ্ট নয়। দুষ্টুমি নয়। দুরন্তপনা পছন্দ তাদের। যৌ'’নতার সময়
পার্টনার তাকে বেঁধে রাখুক, চায় তারা। ঠিক যেভাবে ছবিতে ড্যাকোটাকে বেঁধেছিলের জেমি ডরন্যান। এরপর আঁচড়, কামড়(Bite) হলে তো আরও ভাল। বেয়ন্সের ‘আই অ্যাম অন টু ইউ’ গানটির কথা মনে আছে? ঠিক তেমন যৌ'’নতাই পছন্দ অনেকের।
বিশেষজ্ঞদের মতে, যৌ'’নতার সময় আঁচড়, কামড় র’ক্ত সঞ্চালনকে তীব্র করে। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। যন্ত্রণার ফলে শরীরে উত্তেজনা(Excitement) বেড়ে যায়,
আর তার জন্য যৌ'’নতার মাত্রাও বৃ’'দ্ধি পায়। তবে আগু'’ন দু’দিকেই লাগতে হবে। বিছানায় অ্যাডভেঞ্চার চাইলে একদিক রাজি হলে তো আর হবে না। দু’জনকেই এক্ষেত্রে কমফর্টেবল থাকতে হবে।
Leave a Reply