‘সাহস থাকলে চীনের নাম উল্লেখ করে হু’মকি দিন’
চীন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করে লোকসভায় কংগ্রে'সের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, ‘সাহস থাকলে চীনের নাম করে হু’মকি দিন মোদিজি। ফাঁ'কা আওয়াজ দেবেন না। ‘মন কী বাত’ (মনের কথা) ছেড়ে ‘লাদাখ কী বাত’ বলুন। ভিক্ষা না চেয়ে চীনকে তাড়িয়ে জমি ফেরত নিন।’
রোববার (২৮ জুন) অধীর বাবু ওই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রে'সের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন,
‘নরেন্দ্র মোদিজি, অন্তত একবারের জন্য ‘ কী বাত (মনের কথা) অনুষ্ঠানের বদলে আপনি ‘লাদাখ কী বাত’ (লাদাখের কথা) করুন। চীন ভারতের মাটিতে অনুপ্রবেশ করার পরে জায়গা দখল করলেও আপনার কোনও বক্তব্যে তাদের নাম করলেন না কেন? এই পরিস্থিতির মধ্যেও কেন চীন সম্পর্কে চুপ রয়েছেন আপনি?’
এর আগে, রোববার রে'ডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানে চীনের নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তারা কঠোর জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্বের মর'্যাদা দিতে জানে, তেমনি চোখে চোখ রেখে যোগ্য জবাব দিতে জানে।’
আরও সংবাদ
লাদাখে ১৮ কি.মি. দখলে নেয়া চীনকে কি আর ফেরাতে পারবে ভারত?
দিল্লির সামর'িক নীতি হলো, নিজে থেকে আগ্রাসী পদ'ক্ষেপ নয়। কিন্তু খারাপ পরিস্থিতিতে সাজসরঞ্জামে যাতে ঘাটতি না হয়, তার ব্যবস্থা করে রাখা।
পূর্ব লাদাখে সব রকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। পৌঁছে গিয়েছে ৪৫ হাজার সেনা, টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, জমি থেকে আকাশমুখী 'ক্ষেপণাস্ত্র। বসেছে এয়ার সার্ভেল্যান্স সিস্টেম। এরই মধ্যে গালওয়ান উপত্যকায় নতুন করে চিনের আরও ১৬টি সেনা ছাউনির ছবি ধ’রা পড়েছে সাম্প্রতিক উপগ্রহচিত্রে।
গত ২২ জুনের উপগ্রহচিত্রে গালওয়ানে চীনের তৈরি পাকা পরিকাঠামোর হদিস মিলেছিল। এবার খবরে বলা হয়েছে, ২৫ ও ২৬ তারিখের ছবিতে আরও ১৬টি কালো ত্রিপলে ঢাকা সেনাছাউনি দেখা যাচ্ছে, যা আগের ছবিতে ছিল না।
অর্থাৎ চীন সেনা মোতায়েন বাড়িয়েই চলেছে। এমতাবস্থায় দিল্লির সামর'িক নীতি হল, নিজে থেকে আগ্রাসী পদ'ক্ষেপ নয়। কিন্তু খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে সাজসরঞ্জামে যাতে ঘাটতি না হয়, তার ব্যবস্থা করে রাখা।
Leave a Reply