দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অ’ভিনেত্রী সুন্দরী রশ্মিকা মন্দানা কে আমর'’া অনেকেই চিনি। নিজের অসাধারণ অ’ভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত তিনি।
অনেক মানুষ তাকে জাতীয় ক্রা'’শ বলে উল্লেখ করে থাকেন। প্রথমবার গীতগোবিন্দম্ ছবিতে অসাধারণ অ’ভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে অ্যাক্টিভ দেখা যায় এই অ’ভিনেত্রীকে।নিয়মিত ফটো এবং ভিডিও শেয়ারের মাধ্যমে দর্শকদের সাথে যোগাযোগ রক্ষা করে
থাকেন এই অ’ভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই প্রায় ৭ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। প্রতিনিয়ত ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে তার।
মিষ্টি হাসির এই অ’ভিনেত্রীকে বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকেন।সবথেকে আশ্চর্যের ব্যাপার অ’ভিনয় জগতের স’'ঙ্গে যুক্ত থাকলেও বেশিরভাগ সময়ে তাকে দেশি পোশাকেই দেখা যায়।
বেশিরভাগ ছবিতেই চুড়িদার নয় তো শাড়ি পড়ে ধ’রা দেন তিনি। তবে ইতিমধ্যে অ’ভিনেত্রীর বেশকিছু বো-ল্ড ছবি নেটিজেনদের নজর কে-ড়েছে।
সবরকমভাবেই যে নিজের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব তা খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মোটিভেশনাল পোস্ট করতেও দেখা যায় তাকে। যেমন সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে অতীত ব্যর্থতা ভুলে সবাইকে সুস্থভাবে বাঁ’চার কথা জানিয়েছিলেন।
সম্প্রতি চলতি বছরে মুক্তিপ্রা’'প্ত “সারিলেরু নেক্কেভারু” ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে অ’ভিনেত্রীর। এই ছবিতে জনপ্রিয় অ’ভিনেতা মহেশ বাবুর বিপরীতে
দেখা গিয়েছে তাকে। খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করতে চলেছেন এই নায়িকা। অ’ভিনেতা সি’'দ্ধার্থ মালহোত্রার বিপরীতে “মিশন মজনু” ছবিতে অ’ভিনয়
করতে চলেছেন তিনি। পরপর একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করার ফলে ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা বৃ’'দ্ধি পেয়েছে তার। হয়তো সেদিন খুব বেশি দূরে নেই যেদিন দক্ষিণী এবং বলিউড চলচ্চিত্রের অন্যতম সেরা অ’ভিনেত্রী হিসেবে তার নাম গণ্য করা হবে।
Leave a Reply