আবারো আলোচনায় জনপ্রিয় চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স। এবার ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা’র শুটিং নিয়ে এমন খবর যার নির্মাতা সোলাইমান আলী লেবু। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করছেন তিনি।
রাখছেন না কোনো কমতি। আর তাই তো সিনেমাটির একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করেছেন।
বি’ষয়টি নিশ্চিত করেছেন সিনেমা’র নায়ক জয় চৌধুরী। তিনি জানান, “দীর্ঘদিন ধরে এফডিসির ঝরনা শুটিং স্পটে কোনো কাজ হয়নি। ফলে এটি অযত্নে পড়ে ছিল।
আমা’দের সিনেমায় ‘পাগল মন’ শিরো’নামে একটি গান রয়েছে। সেটির এক মিনিটের দৃশ্য ধারণের জন্য নতুনভাবে সাজানো হয়েছে স্পটটি।
সেখানে থাকা কৃত্রিম গাছগু'’লোতে রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। লাগানো হয়েছে কৃত্রিম ঘাস। ফলে র’'ঙ্গিন আলোয় ঝলমঝ করছে চারপাশ। দেখতেও বেশ সুন্দর লাগছে।’
জয় আরও বলেন, ‘মাত্র ১ মিনিটের দৃশ্যের জন্য এই সেটটি বানানো হয়েছে। সব মিলিয়ে এর পেছনে খরচ হয়েছে ৩ লাখ টাকা।
এমন দৃশ্যে অ’পু দি আর আমি অ’ভিনয় করেও শান্তি পেয়েছি। এফডিসিতে এর মধ্যে যারা আসবেন তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আশা করি দর্শকেরও দৃশ্যটি ভালো লাগবে।’ দৃষ্টি নন্দন এই সেটটি বানিয়েছেন ফরিদ হোসেন। কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ।
Leave a Reply