সময়ের ব্যস্ততম টিভি অ'ভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। ইতিমধ্যে অসংখ্য দর্শকপ্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে।
নিজের কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন নিজেকে। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অ'ভিনয় করে দর্শক মন জয় করে নিয়েছেন মেহজাবীন।
লাইট ক্যামেরা ও অ্যাকশেন এর বাইরেও ঘুরতেও ভালোবাসেন এই জনপ্রিয় অ'ভিনেত্রী ।আর তাইতো প্রায় সময় দেশ কিংবা বিদেশে ঘুরতে যান।
কিছুদিন আগেই কর্ম থেকে কিছুটা বিরতি নিয়ে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন মেহজাবীন। ভ্রমণ শেষে কাজে ফিরেছেন। ঈদে বেশ কিছু নাটকে দেখা যাব'ে
এই অ'ভিনেত্রীকে। তবে এর মধ্যেই তার দেখা মিলল কক্সবাজারের সমুদ্রসৈকতে। সেখানে দেখা মিলেছে আদনান আল রাজীবকেও। টিকটক ভিডিওতে
দুজন ধ’রা দিয়েছেন একস'ঙ্গে। এই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে গু'ঞ্জন রয়েছে শোবিজে। তাই কক্সবাজারে দুজনের ছবি নিয়ে অনেক জল্পনা-কল্পনা যখন তু'ঙ্গে তখন জানা গেল, তারা সমুদ্রসৈকতে ছুটি কা'টাতে নয়, তারা এক হয়েছেন নতুন কাজের জন্য।
মূলত একটি বিজ্ঞাপন চিত্রের কাজের জন্যই এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসেছেন তারা। ইতিমধ্যে টানা তিন দিন শুটিং হয়েছে বিজ্ঞাপন চিত্রটির।
রাজীব আরো জানান, ‘তিন দিন ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। এতে মেহজাবিন কাজ করছে। আরও একজন নতুন মডেল থাকছে। একটি মোবাইল অ'পারেটিভ কোম্পানির টিভিসিটি শিগগিরই প্রচারে আসবে।’
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ
Leave a Reply