৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে- প্রায় এক যুগ পরে গেল বছর ‘ফ্রাইডে’ সিনেমা দিয়ে আবারও রুপালী
পর্দায় ফিরে আসেন বলিউডের কমেডিয়ান অ'ভিনেতা গোবিন্দ। না, এবার সিনেমা নয় নিজের
দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলে আলোচনায় এই নায়ক। স্ত্রী সুনীতাকেই দ্বিতীয় বিয়ে করেছিলেন গোবিন্দ।
গত শনিবার ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আ'দালত’ সেই বিয়ের গল্প শুনিয়েছেন এই নায়ক। ওই শোতে রজত শর্মা গোবিন্দকে জিজ্ঞেস করেন,
৫০ বছর বয়সে কেন পুনরায় বিয়ে করেছিলেন? উত্তরে গোবিন্দ বলেন, মায়ের ইচ্ছেতেই সুনীতা আহুজাকে পুনর্বিবাহ করেন।
গোবিন্দ আরো জানান, তার মা কুসংস্কার ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বা'স করেন। আর এর কারণও ব্যাখ্যা করেন।
বলেন, মায়ের আদেশেই ৫০ বছর বয়সে সুনীতাকে পুনরায় বিয়ে করেন। গোবিন্দ বলেন, সুনীতাকে বিয়ের পর অনেকেই বলেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে যাব'ে।
কিন্তু তা হয়নি। বরং ক্যারিয়ারে সাফল্য এসেছে তার। সব মিলিয়ে দুই সন্তান নিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি। প্রস'ঙ্গত,
শেষ যে দু’বার গোবিন্দাকে রুপোলি পর্দায় দেখা গিয়েছিল, তার মধ্যে একটি ছিল ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’। সালমান খানের স'ঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অ'ভিনয় করেছিলেন তিনি।
২০০৭ সালে সিনেমাটি মুক্তির পর সুপারহিট হয়েছিল সেই ছবি। আরও একটি ছবিতে অ'ভিনয় করেছিলেন এই ছবিটির নাম ‘কিলদিল’।
ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও সেই ছবিতে খলনায়কের চরিত্রে গোবিন্দার অ'ভিনয় প্রশংসিত হয়েছিল। সুত্র-বি ডি ২৪ লাইভ।
প্রতারণা মা'মলায় সোনাক্ষীকে খুঁজছে পু'লিশ
বলিউড অ'ভিনেত্রী সোনাক্ষী সিনহাকে খুঁজছে পু'লিশ। কোনো সিনেমা'র স্ক্রিপ্টে নয় এটি, সত্যি সত্যি পু'লিশ খুঁজছে তাকে।
তার বিরু'দ্ধে এক প্রতারণা মা'মলায় করা হয়েছে। সে মা'মলার প্রেক্ষিতেই বলি দাবাং গার্লকে খুঁজতে গতকাল বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে হাজির হন ভারতের মুরাদাবাদের পু'লিশ। খবর জিনিউজের
বেশ কিছুদিন আগে বলিউডের এই জনপ্রিয় নায়িকার বিরু'দ্ধে অর্থ আ'ত্মসাতের অ'ভিযোগ আনা হয়েছিল।
গত বছর প্রমোদ শর্মা নামের ভারতের মুরাদাবাদের এক বাসিন্দা অ'ভিযোগ আনেন, তার ২৪ লাখ টাকা নিয়ে নাকি উধাও হয়ে গেছেন সোনাক্ষী।
ওই অ'ভিযোগপত্রে লেখা ছিল, দিল্লিতে তার অনুষ্ঠানে আসবেন চুক্তিতে ২৪ লাখ টাকা অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও সে অনুষ্ঠানে হাজির হননি সোনাক্ষী।
এরপরই সোনাক্ষীর বিরু'দ্ধে একটি প্রতারণা মা'মলা দায়ের করেন প্রমোদ শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যমগু'লো জানিয়েছে, বৃহস্পতিবার সোনাক্ষীকে তার বাড়িতে গিয়ে খোঁজ করেন মুরাদাবাদ পু'লিশ। তাকে না পেয়ে কয়েক ঘণ্টা অ'পেক্ষা করে তারা। এর পর আজ শুক্রবার আবারও সোনাক্ষীর খোঁজে পু'লিশ তার বাড়িতে যাব'ে বলে জানা গেছে।
প্রতারণার মা'মলার বি'ষয়ে সোনাক্ষীর কোনো বক্তব্য না পাওয়া গেলেও তার মুখপাত্রের দাবি, সোনাক্ষীর ভাবমূর্তি নষ্ট করতেই এই মা'মলা করা হয়েছে।
অ'ভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন জানিয়ে ওই ব্যাক্তি বলেন ‘৯ বছরের ফিল্ম ক্যারিয়ারে সম্পূর্ণ সততার স'ঙ্গে কাজ করেছেন সোনাক্ষী। তার বিরু'দ্ধে এমন একটিও অ'ভিযোগ নেই।’
প্রস'ঙ্গত, বলিউডে এসেই ঝড় তুলেন সোনাক্ষী। বলি সুপারস্টার সালমান খানে ‘দাবাং’ ছবি দিয়ে রূপালী পর্দায় অ'ভিষেক হয় তার। ছবিটি ব্লকবাস্টার হিট হয়।
এর পর তার একক যোগ্যতায় বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল হয়। বর্ষীয়ান বলি অ'ভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার তনয়া এই অ'ভিনেত্রী। দাবাং থ্রি ছবিতেও দেখা যাব'ে তাকে
Leave a Reply