পরিচালক অমিতাভ রেজার নতুন ছবি ‘রিকশা গার্ল’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে। ছবিটিতে নায়িকা
চরিত্রে অ'ভিনয় করেছেন নভেরা রহমান। ছবিটির শুটিং করার সময় তাকে অনেক কষ্ট করতে হয়েছে
বলে জানিয়েছেন তিনি। এমনকি রাজধানীর নিকেতনের একটি সড়কে তাকে নিয়মিত রিকশা চালানোর প্র'শিক্ষণও নিতে হয়েছে।
গণমাধ্যমের স'ঙ্গে সাক্ষাতকারে নভেরা বলেছেন, ছোটবেলা থেকেই গ্রামীণ চরিত্রে অ'ভিনয়ের ঝোঁক ছিল।
তবে ‘রিকশা গার্ল’ ছবির কাজের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।
‘প্রথমে আমি ভেবেছিলাম, সেটের মধ্যে রিকশা চালাব। কিন্তু না, পরিচালক আমাকে রাস্তায় রিকশা চালাতে বলেছেন। এ কারণে রিকশা চালানোও শিখতে হয়ছিল।’
তিনি বলেন, নিকেতনের রাস্তায় প্রতিদিন এক ঘণ্টা করে রিকশা চালাতাম, যা খুব কঠিন ছিল। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এক সময় চরিত্রের স'ঙ্গে মিশে গেছি।
প্রস'ঙ্গত, অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিতে নভেরাকে দেখা যাব'ে সমাজের একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ের ভূমিকায়।
Leave a Reply