ঢালিউড স্টার নায়ক শাকিব খান আবার বিয়ে করতে চান। তবে এবার মিডিয়ার কোনো মে’য়েকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে এই চিত্রনায়ক বলেন, চলতি বছরই বিয়ে করবেন তিনি।
কোনো মিডিয়ার মে’য়েকে নয়, বিয়ে করবেন মিডিয়ার বাইরে।
শাকিব জানান, পরিবারের পছন্দে এবার বিয়ে করবেন তিনি। পাত্রী খোঁজা হচ্ছে। তবে এমন মে’য়েকে বিয়ে করবেন, যে হবে পরহেজগার, সংসারী ও স্বামীভক্ত।
নায়কের ভাষ্য– আমা’র পছন্দ পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী। কাজ শেষে বাসায় ফিরলে সে আমা’র যত্ন নেবে।
বাবা-মায়েরও খেয়াল রাখবে। পরিবার থেকে এমন পাত্রীর খোঁজ করা হচ্ছে, পেলেই বিয়ে করব।’
প্রস'ঙ্গত ২০০৮ সালের ১৮ এপ্রিল গো’পনে বিয়ে করেন শাকিব খান ও অ’পু বিশ্বা’স। গো’পনে বিয়ের আট'
বছর পর মা হন অ’পু বিশ্বা’স। মা হওয়ারও এক বছর পর ২০১৭ সালে ছে’লে জয়কে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি।
অবশেষে বহু নাট’কী’য়তা শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ সম্পন্ন হয়।
Leave a Reply