থ্রি ইডিয়টস-এর চতুর। বলিউডের কমেডি চরিত্রের মধ্যে চতুরের চরিত্র আজও দর্শক প্রিয়। কিন্তু সেই চরিত্রে অ'ভিনয় করা ওমি বৈদ্য এখন কোথায়? থ্রি
ইডিয়টস ছবির বিপুল সাফল্যের পর ২০১১ সালে ওমিকে অজয় দেবগাণ এবং ইমর'ান হাসমির স'ঙ্গে ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে অ'ভিনয় করতে দেখা যায়। এর পর দেসি বয়েজ, জোড়ি ব্রেকার্স, প্লেয়ার্স, মেট্রো পার্ক, ব্ল্যা'কমেল, মিরর গেম প্রভৃতি বহু ছবিতে পার্শ্বচরিত্রে অ'ভিনয় করেছেন তিনি।
২০১৮ সালের পর ওমিকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে ইনস্টাগ্রামে তাঁকে প্রচুর শর্ট ভিডিওর ক্লিপ পোস্ট করতে দেখা গিয়েছে। একটি মর'াঠি ছবি পরিচালনা করছেন তিনি।
সেই ছবির অধিকাংশ পুণে এবং মহারাষ্ট্রের অন্যান্য এলাকায় শ্যুটিং করা হচ্ছে। খুব শীঘ্রই দর্শক তাঁকে নতুন রূপে দেখতে চলেছেন। বর্তমানে তিনি স্ত্রী মিনাল প্যাটেল এবং তাঁর দুই সন্তান-সহ আমেরিকার বাসিন্দা।
শুধু মাত্র বলিউডেই নয়, হলিউডেও কাজ করেছেন ওমি। ‘দ্য অফিস’ নামের বিখ্যাত আমেরিকান ধা'রাবাহিকের দুটি এপিসোডে তিনি অ'ভিনয়ও করেছেন।
এ ছাড়াও অ্যারেস্টেড ডেভেলপমেন্ট, বোনস সিরিজেও কাজ করেছেন ওমি। ক্যালিফোর্নিয়াতে শৈশব ও কৈশোর জীবনের বেশির ভাগ সময় কা'টানোর পর তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্নাতক শেষ করে নিউ ইয়র্ক ফিল্ম স্কুলে ভর্তি হন।
সেখানেই ফিল্মের খুঁটিনাটি এডিটিং থেকে শুরু করে অ'ভিনয়, ফিল্ম মেকিং সংক্রা'ন্ত বি'ষয়ে শিক্ষালাভ করেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
‘চতুর’-এর মতো আর কোনও চরিত্রে তিনি অ'ভিনয় করার সুযোগ পাননি। এই চরিত্রটি যেন তাঁর জীবনের থেকেও বড়। কোনও সিনেমা'র স্ক্রিপ্ট পড়ার সময় যখন চরিত্রটি তাঁর পছন্দসই হয় না, তখন তাঁর থ্রি ইডিয়টস-এর কথাই মনে পড়ে।
তিনি জানিয়েছেন, চতুরের চরিত্রে অ'ভিনয় করার আগে নাকি তাঁকে কোনও হিন্দি ছবি দেখতেও বারণ করা হয়েছিল। তাঁর আমেরিকান স্টাইলে কথা বলার কায়দাই
চতুরের চরিত্রে আলাদা মাত্রা এনে দিয়েছিল। সম্প্রতি ওমি ‘ব্রাউন নেশন’ নামে একটি ইন্দো-আমেরিকান সিরিজে অ'ভিনয় করছেন। আবার কবে তিনি বড়
পর্দায় আসবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত ‘সাইলেন্সর’ ছবি পরিচালনার কাজ এবং আমেরিকান সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে দর্শক নন্দিত থ্রি ইডিয়টস মুভির এই জনপ্রিয় কমেডিয়ান। সূত্র: আনন্দবাজার।
ইম'দাদ/সাএ
বিডি২৪লাইভ
Leave a Reply