বাবা-মা 'হতে যাচ্ছেন টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নওশীন নাহরিন ও আদনান ফারুক হিল্লোল। তারা উভয়ই এখন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
সেখান থেকেই শনিবার (২৫ জুন) আয়োজন করা হয়েছিল নওশীনের বেবি সাওয়ার। এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রবাসী বাংলাদেশি একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—রিচি সোলায়মান, কাজী মা'রুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া, রুমানা খান প্রমুখ।
জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা বেশ ভালো। আগামী মাসেই তার কোল আলো করে আসবে সন্তান। তবে বি'ষয়টি নিয়ে নওশীন কিংবা হিল্লোল এখনো প্রকাশ্যে কিছু বলেননি।
কিন্তু বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি মোনালিসা তার ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন—আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌয়ের বেবি শাওয়ার। ছোট্ট শিশুর স'ঙ্গে প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক।
উল্লেখ্য, অ'ভিনয় ছেড়ে বেশ আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। নওশীন বর্তমানে নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। অন্যদিকে হিল্লোল
ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল, আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে। নওশীন ও হিল্লোল
বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গো'পনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গো'পন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা এই প্রথম সন্তান গ্রহণ করছেন। অনেক দিন ধরেই অ'ভিনয় থেকে দূরে রয়েছেন নওশীন-হিল্লোল।
ইম'দাদ/সাএ
বিডি২৪লাইভ
Leave a Reply