বলিউডে সবচেয়ে ‘ফিট অ্যান্ড হট’ নায়িকাদের মধ্যে অন্যতম সুস্মিতা সেন।
প্রায়ই আমর'া তাঁর বিভিন্ন ওয়ার্ক আউট ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। ১৯৯৪ সালে প্রথম বাঙালি মিস ইউনিভার্স হয়ে মডেলিং জগতে পা রাখেন।
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। এরপর একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ডু নট ডিস্টার্ব’,
‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘তুমকো না ভুলা পায়ে'ঙ্গে’, ‘নো প্রব্লেম’, তালিকা দীর্ঘ। বর্তমানে ‘আরিয়া’ সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে।
টুই'ঙ্কেল খান্না পরিচালিত টুইক ইন্ডিয়া-র ‘দ্য আইকন শো’তে অতিথি হিসাবে আসেন সুস্মিতা সেন, আর সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি অনেক কথা বলেছেন।
তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কেন এখনও বিয়ে করেননি? উত্তর আসে, তিনি মনে করেন তিনি এর জন্য সৌভাগ্যশালী। কারণ তিন তিনবার বিয়ে করার সি'দ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ঈশ্বর তাঁকে বাঁচিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: হনুমান চালিসায় নিষে'ধাজ্ঞা! শিবসেনাকে রক্ষা করলেন না মহাদেব, উ'দ্ধবকে খোঁচা ক'ঙ্গনার?
সুস্মিতা সেন বিয়ে না করলেও তিনি দুই কন্যাসন্তানের মা। তার বড় মেয়ের নাম রিনি সেন। আর ছোট কন্যার নাম আলিশা সেন। তাঁর কাছে তাঁর এই দুই সন্তানই সব।
তাঁর বিয়ে না করার কারণ কখনওই সন্তানেরা নয় বরং তিনি বলেন, সেই ছেলেগু'লোই ছিল 'হতাশাজনক। তাঁর দুই সন্তানই তাঁর জীবনের সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন।
মডেল বন্ধু রহমান শাওয়াল-এর স'ঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান সুস্মিতা। মাত্র চার বছরের মধ্যেই সম্পর্কে ছেদ। গত বছর ডিসেম্বর মাসে তিনি ইনস্টাগ্রামে পোস্টে নিজেই নিজেদের ব্রেক আপ-এর কথা জানান। যদিও ব্রেক আপ-এর সঠিক কারণ এখনও জানা যায়নি।
Leave a Reply