গাঁটছড়া বাঁধার আড়াই মাসের মাথায় রণবীর কাপুর ও আলিয়া ভাট যে নতুন সদস্যের আগমনবার্তা নিয়ে হাজির হবেন, তা অনুরাগীদের মতো পরিবারের বহু সদস্যই ভাবতে পারেননি।
কিন্তু আনন্দের খবর ভাগ করে নিলেও, সকলের স'ঙ্গে উদযাপনে এখনও মেতে উঠতে পারেননি অ'ভিনেত্রী। কারণ তিনি বিদেশে প্রথম হলিউড ছবির কাজে ব্যস্ত।
সোমবার সুখবর শেয়ার করার পর সকলে যে পরিমাণ ভালবাসা, শুভেচ্ছায় তাঁকে ভরিয়ে দিয়েছেন, তাতে তিনি আপ্লুত। কিন্তু সেই স'ঙ্গে ক্ষু'ব্ধও। ম'ঙ্গলবার সেই ক্ষোভ তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন।
সন্তানের আগমনের কথা শেয়ার করার পরেই ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন আলিয়া। স্টোরিতে তাঁর এবং রণবীরের একটি ছবি পোস্ট করে প্রথমে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যটিতে বির'ক্ত প্রকাশ করেছেন। আসলে মুম্বইয়ের এক সংবাদসংস্থা তাঁকে ঘিরে লিখেছে, ‘জুলাই মাসে বিদেশ থেকে শুটিং সেরে ফিরবেন আলিয়া। স্ত্রীকে আনতে ইংল্যান্ড যেতে পারেন রণবীর। দেশে ফিরে বিশ্রাম করবেন অ'ভিনেত্রী।’ সংবাদমাধ্যমে এমন লেখা দেখেই চটে লাল আলিয়া।
এমন মতামতের বিরু'দ্ধে অ'ভিনেত্রীর বক্তব্য, ‘আমর'া এখনও কিছু মানুষের মাথার মধ্যেই বাস করি। আসলে আমর'া পিতৃতান্ত্রিক সমাজে আজও বাস করছি। কেউ কাউকে ফিরিয়ে নিয়ে যেতে আসছেন না।
আমি একজন নারী, কোনও পার্সেল নই। আমা'র বিশ্রামের প্রয়োজন নেই। তবে আপনাদের একজন চিকিৎসকের সার্টিফিকেটও আছে জেনে ভাল লাগল। এটা ২০২২ সাল। এই প্রাচীন ধারণা
থেকে দয়া করে বেরিয়ে আসুন। এবার যদি আপনারা আমাকে একটু এক্সকিউজ করেন। আমা'র শট রে'ডি আছে।’ আর এই প্রাচীন বানান লিখতে গিয়ে ছোটখাটো ভুল করে ফেলেন আলিয়া।
পরে অবশ্য ক্ষ'মা চেয়ে লেখেন, ‘আমি মেয়ে ভাল, কিন্তু বানানে খুব খারাপ।’ প্রস'ঙ্গত, বর্তমানে ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংয়ে ব্যস্ত আলিয়া। অন্যদিকে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র শুটিং শেষ করবেন জুলাইয়ের শেষে।
Leave a Reply