সকলকে আমা'দের এই লেখায় স্বাগত জানায় ।এই দুনিয়ায় প্রত্যেক ব্যক্তিকে একবার হলেও প্রেম হয়ে
থাকে ।আর সেটা তাঁর প্রথম প্রেম হয়ে থাকে ।আর সেটি তাঁর জীবনের প্রথম প্রেমে যদি সে তাঁর
মনের মত মানুষকে পেয়ে গিয়ে থাকে তাহলে তাঁর জীবন খুশিতে ভরে গিয়ে থাকে ।আর অনেক কম
মানুষেই আছে যারা তাদের প্রথম ভালোবাসাকে পেয়ে থাকে ।কিন্তু আজকাল কার দিনে সকলে ভালোবাসাকে আর সিরিয়াস নিয়ে থাকে না ।
বলিউডের দুনিয়া অনেক বড় আর এই দুনিয়ায় কখন কি হয়ে গিয়ে থাকে তা কেউ বলতে পারে না ।আর এই বলিউডে সম্পর্ক গড়ে আবার তা ভেঙে গিয়ে থাকে ।আর এখানে প্রেম ভালোবাসা সব সময় চলতেই থাকে ।আর এই বলিউডে মানুষ তাদের শখ পুরন করার জন্যে অনেক কিছু করে থাকে ।
আর বলিউডের বড় অ'ভিনেত্রি শ্র'দ্ধা কাপুরকে আপনারা সকলেই জানেন ।আর শ্র'দ্ধা কাপুর কম বয়সে অনেক নাম কামিয়েছে ।আর আপনারা সকলেই তাঁর প্রথম প্রেমকে ছিল তা আপনারা জানেন ।আসলে তাঁর প্রথম প্রেম ছিল ।আদিত্য রায়ের সাথে ।যেটি ভেঙে যায় আর এই বলিউডে কখন সম্পর্ক ভেঙে যায় কেউ বলতে পারে না ।
আর আজ আমর'া কথা বলব তাঁর প্রথম ভালবাসাকে নিয়ে ।আসলে এখন পাওয়া খবরে জানা যাচ্ছে শ্র'দ্ধা কাপুর আর বরুন দাওয়ান একে অন্যকে খুব পছন্দ করে থাকে ।আর তাদের দুজনকে অনেক ফিল্মে দেখা গেছে ।আর এখন জানা যাচ্ছে তারা নাকি একে অন্যকে ভালোবাসে ।