জনপ্রিয় অ’ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অ’ভিনয় আর রূপে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণে সমালোচনার মুখেও পড়েছিলেন এই অ’ভিনেত্রী।
তবে সেগু'’লোতে কান দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি। প্রভার বিয়ের খবর জানতে চাওয়া হলে তিনি জানান,‘বিয়ে নিয়েএই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। বিয়ে আমা’র কাছে ট্রমা হয়ে গেছে। আমা’র কাছে মনে হয় জীবনস’'ঙ্গী পছন্দ করতে অনেক ভুল হয়েছে।
YOU MAY LIKE
কীভাবে আমি মাত্র ২ মাসে ৮৫ কেজি থেকে ৫৪ কেজিতে নেমেছিলাম
Green Coffee
চিকন 'হতে চান? এটি ব্যাব'হার করুন ২ স'প্তাহে ২৭ কেজি হারানোর জন্য
Green Coffee
100 কেজি ওজন? তার ওজন হবে 56! একটি রেসিপি লিখু'ন!
Green Coffee
Celebs Who Went From Nerdy Kids To Super Hot Adults
Herbeauty
যাকে বিশ্বা’স করেছি, সেই আমাকে বিশ্বা’স ঘা;তক;তা করেছে। আমা’র আশপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বিশ্বস্ত থাকি।বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ। স্বল্পদৈর্ঘ্যটিতে প্রভা ছাড়াও আরও অ’ভিনয় করেছেন মৌটুসী বিশ্বা’স ও শাহাদাৎ হোসেন প্রমুখ। যে কারণে শ্রাবন্তীকে ছাড়তে চাইছেন না তৃতীয় স্বামী
টালিউড সেনসেশন শ্রাবন্তীর স’'ঙ্গে তৃতীয় স্বামী রোশানের সম্পর্ক ভালো যাচ্ছিল না। দুজন দীর্ঘদিন ধরে আলাদা থাকেন। বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছিলেন। হঠাৎ দুদিন আগে শ্রাবন্তীকে ফিরে পেতে আ’দালতের দারস্থ হন রোশান সিং। এটি এখন নেটিজেনদের চর্চার বি’ষয় হয়ে দাঁড়িয়েছে। দাম্পত্য সম্পর্ক তলানিতে নেমে আসায় গত বছরের অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশান। শেষ পর্যন্ত শ্রাবন্তীকে সংসারে ফেরাতে
উদ্যোগী হয়েছেন রোশান।ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধা’রা ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে আপাতত শ্রাবন্তীর স’'ঙ্গে বিচ্ছেদ এড়াতে পেরেছেন রোশন। সোমবার রোশনের আবেদনের ভিত্তিতে জুলাইয়ে শ্রাবন্তীকে তলব করেছে আ’দালত। বি’ষয়টি আ’দালতেই মিমাংসা হবে। তার আগে রোশান বললেন, আমি শ্রাবন্তীর স’'ঙ্গে সংসার করতে চাই। কেন রোশান আবার শ্রাবন্তীর কাছে ফিরে গেলেন?
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চা’প থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদ’'ক্ষেপ নিয়েছেন রোশন।তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি প্রকৃতপক্ষেই অ’ভিনেত্রীর স’'ঙ্গে সংসার করতে চান। শ্রাবন্তীর হাতে হাত রেখে জীবনটা পার করতে
চান। ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বা’সকে বিয়ে করেন শ্রাবন্তী। তাদের ঘরে ঝিনুক নামে এক ছেলে রয়েছে। এরপর এই সম্পর্কের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন নায়িকা, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। ২০১৯ সালের এপ্রিলে ভারতীয় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংয়ের স’'ঙ্গে বিয়েবন্ধনে আব’'দ্ধ হয়েছেন শ্রাবন্তী।