মহা'মা'রি করো'নার অজুহাতে ভারত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩ মাসের অধিক সময় ধরে বাংলাদেশের র'প্তানি পণ্য ভারতে ঢুকতে দিচ্ছেনা।
কিন্তু গত মাস 'হতে ভারত থেকে আম'দানি করা পণ্য বাংলাদেশে ঢুকেছে। এতে ক্ষ'তিগ্রস্ত হয়েছে ভারতে র'প্তানি করা বাংলাদেশী ব্যবসায়ীরা। তাই এবার বাংলাদেশী সিঅ্যান্ডএফ এজেন্টদের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশে পণ্য আম'দানি বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশী পণ্য রফতানিতে বাধা দেয়ার অ'ভিযোগে ম'ঙ্গলবার( ৩০ জুন) দুপুর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আম'দানি হওয়া পণ্য খালাস বন্ধ করে দেয় সিঅ্যান্ডএফ এজেন্টরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পণ্য রফতানি করা যাব'ে, ততক্ষণ আম'দানিও বন্ধ থাকবে।
বাংলাদেশে ভারতের র'প্তানি বন্ধ হবায় ভারত বেশ ক্ষ'তিগ্রস্ত হয় কারণ বাংলাদেশ ভারতের অন্যতম বড় র'প্তানি বাজার। আর এর প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বিভিন্ন ভাবে চেষ্টা করেছে বাণিজ্য স্বাভাবিক করতে।
এর প্রেক্ষিতে গত ৬ জুন 'হতে ভারত থেকে পণ্য বোঝাই গাড়ি ঢুকেছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের কোন র'প্তানি পণ্য বোঝাই গাড়ি ভারতে ঢুকতে দেয়া হচ্ছিল না। এর প্রেক্ষিতে ভারত করো'না কে দায়ী করে।
কিন্তু এদেশের সিএন্ডএফ এজেন্টরা প্রতিবাদ করে সেদেশ থেকে আম'দানি পণ্য খালাস বন্ধ করে দেয়। তাদের দাবি র'প্তানি পণ্য ভারতে ঢুকতে দিলে তবেই আম'দানি পণ্য খালাস করা হবে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের দ্বিতীয় বৃহৎ অংশীদার হল ভারত।
দেশ দুটির বাণিজ্যের পরিমাণ প্রায় দশ বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের বিপক্ষে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে সম্প্রতি ভারতে ক্রমেই বাংলাদেশের র'প্তানি বৃ'দ্ধি পাচ্ছিল। ভারতে এখন বাংলাদেশের র'প্তানি এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
সৌজন্যেঃ- ডিফেন্স রিসার্চ ফোরাম( ডেফরেস)
Leave a Reply