জেড পাথরের খনিতে ভ'য়াবহ ভূমিধ্বসে মিয়ানমা'রের অন্তত ১১৩ জনের মৃ'ত্যু হয়েছে। খনির ভেতরে আট'কা পড়েছেন ২০০ জনেরও বেশি শ্রমিক।বৃহস্পতিবার (২ জুলাই) মিয়ানমা'রের ফা’য়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয় সংবাদমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।মিয়ানমা'রের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দু'র্ঘটনা ঘটে।
নি'হত ও আট'কেপড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিলেন।মিয়ানমা'র ফা’য়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদাপানি ঢুকে যাওয়ায় এ দু'র্ঘটনা ঘটেছে। আমর'া এখনও উ'দ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনি-ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
এর আগে গত বছর একটি খনিতে দু'র্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায় স্বচ্ছ একটি পাথর। মিয়ানমা'রেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। এ খনিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।
সূত্র: ব্যাংকক পোস্ট ও আল-জাজিরা
Leave a Reply