বুড়িগ'ঙ্গায় মর'্নিংবার্ড লঞ্চটি ডুবে যাওয়ায় ১৩ ঘণ্টা পর জীবিত উ'দ্ধার হওয়া সুমন বেপারীর বক্তব্যকে ‘অসংল'গ্ন’ বলে মনে করছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ত'দন্ত কমিটি। তার বক্তব্যে ১৩ ঘণ্টা পর বেঁচে আসার বি'ষয়টি স্পষ্ট হচ্ছে না বলেও জানিয়েছেন তারা।লঞ্চডুবির ঘটনায় গঠিত ত'দন্ত কমিটি সদরঘাটে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষ্য নিচ্ছে।
উ'দ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন সুমন। সেখান থেকেই বুধবার (১ জুলাই) ত'দন্ত কমিটির স'ঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সুমন।ত'দন্ত-সংশ্নিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানায়, সুমনের বক্তব্য কমপক্ষে ৩০ মিনিট ধরে রেকর্ড করা হয়েছে। সুমন বলেছেন, তিনি লঞ্চে ঘু'মিয়ে ছিলেন। ডুবে যাওয়ার বি'ষয়টি তার মনে পড়ছে না।
উ'দ্ধারের পর সবকিছু জানতে পারেন।তিনি বলেন, ভেতরে হাঁটুপানি ছিল। পুরো রুমটা অন্ধকার ছিল। তার জ্ঞান ছিল না। ডুবে যাওয়ার সময় তার পেটেও পানি চলে যায়।ত'দন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সুমনের বক্তব্য নেয়ার বি'ষয়টি উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, ১৩ ঘণ্টা ধরে ডুবে যাওয়া লঞ্চের ভেতরে তিনি কীভাবে থাকলেন, তার বক্তব্যে তা স্পষ্ট হয়নি।
সংশ্নিষ্ট অনেকের স'ঙ্গে এ বি'ষয়ে কথা বলে তার ব্যাপারে সি'দ্ধান্ত নেয়া হবে।ত'দন্ত কমিটির আরেক সদস্য বলেন, সুমন ইঞ্জিন রুমে আট'কা পড়েছিলেন বলে দাবি করেছেন। একবার বলেছেন, ভেতরে অন্য কাউকে দেখেননি। পরক্ষণেই আবার বলেছেন, ভেতরে লা'শ দেখা গেছে। তার বক্তব্য অসংল'গ্ন মনে হয়েছে। তার আরও বক্তব্য নেয়া হবে। তিনি কিছুটা অসুস্থ।
সুস্থ হলে প্রয়োজনে সরাসরি কথা বলা হবে। ত'দন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বি'ষয়ে এখনই সি'দ্ধান্ত নেয়া হচ্ছে না।ত'দন্ত কমিটির কাছে ঘু'মিয়ে থাকার কথা বললেও উ'দ্ধারের পর সুমন গণমাধ্যমকে বলেছিলেন, প্রথম দিকে পেটে একটু পানি প্রবেশ করলেও বাকি পুরো সময়টা নিরাপদে ছিলেন তিনি।সুমন আরও বলেছিলেন, আমি তো মনে করেছি ১০ মিনিটি হয় আট'কে আছি! পানির উপর উঠে এসে শুনি ১৩ ঘণ্টা হয়েছে। আল্লাহপাক যা চায় তাই হয়।
কারণ আমি তো ওইখানে মৃ’ত্যুবরণ করতে পারতাম। পানির নিচে থাকা অবস্থায় পানি খেয়েছিলাম। কিন্তু প্রস্রাব করার পর পেট ক্লিয়ার হয়ে গেছে। এরপর উপরে উঠে আসি!
Leave a Reply