অনুমতি ছাড়া গান ব্যবহার করায় চিত্রনায়ক শাকিব খানের বিরু’'দ্ধে ডিজিটাল নিরাপ’ত্তা আইনে অ’ভিযোগ দায়ের হয়েছে। রোববার (২৮ জুন) শিল্পী দিলরুবা খান এ অ’ভিযোগ দায়ের করেন। একই স’'ঙ্গে অ’ভিযোগ দায়ের হয়েছে বেসরকারি মোবাইল অ’পারেটর কোম্পানি রবির বিরু’'দ্ধে।
সাইবার ক্রা'’ইম ইউনিটে ডিজিটাল আইনে এই অ’ভিযোগ দায়ের হয়েছে। এসকে ফিল্ম প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে ‘পাগল মন’ নামের একটি গানের পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করায় এ মা’মলা দায়ের করা হয়। গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই অ’ভিযোগ দায়ের করেন। অবশ্য এর আগে উকিল নোটিশ পাঠিয়ে কয়েকবার শাকিব খানের স’'ঙ্গে বৈঠক হলেও ফলাফল আসেনি। সেসময় ক্ষ’তিপূরণ ১০ কোটি টাকা চাইলেও শাকিব ২ লক্ষ টাকা দিয়ে রফদফা করতে চেয়েছিলেন বলে সময় সংবাদকে জানিয়েছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।
ব্যারিস্টার ওলোরা আফরিন সময় সংবাদকে বলেন, ‘চিত্রনায়ক শাকিব খান তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় নব্বই দশকের জনপ্রিয় ‘পাগল মন’ গানটির পিক লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। যা কপিরাইট করা ছিল। তিনি এই সিনেমায় গানটি ব্যবহার করে কপিরাইট আইন ভ’'ঙ্গ করেছেন। এজন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে তার কাছে ১০ কোটি টাকার ক্ষ’তিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয়। এরপর কয়েকবার বৈঠক করলেও কোনো ফলাফল আসেনি। একারণে আপাতত ডিজিটাল নিরাপ’ত্তা আইনে অ’ভিযোগ দায়ের করেছি।’
তিনি আরো বলেন, আ’দালত বন্ধ থাকায় মা’মলা দায়ের করতে পারছি না। আ’দালতের কার্যক্রম শুরু হলেই শাকিব খানের বিরু’'দ্ধে ১০ কোটি টাকার ক্ষ’তিপূরণ চেয়ে মা’মলা দায়ের করা হবে। বি’ষয়টি জানতে শাকিব খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।উল্লেখ্য, ২০১৯ সালের ঈদুল ফিতরে মালেক আফছারী পরিচালিত ছবিটি মুক্তি পায়। ছবিটি মুক্তির শুরু থেকে নকলের অ’ভিযোগ উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শক অ’ভিযোগ করেন।এবার ছবির গান নিয়ে নতুন করে প্রশ্ন উঠলো। ‘পাসওয়ার্ড’ ছবিটি যৌ'’থভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহা’ম্ম’দ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে জুটি বেঁধে অ’ভিনয় করেছেন শাকিব-বুবলি। এছাড়াও অ’ভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি এটি।
Leave a Reply