করো'নাভা’ইরাসের বি’স্তার রো’ধে নি’ষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে মানুষের চলাচলের বি'ষয়ে বিধি নিষে'ধ কিছুটা শিথিল করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবে না কেউ।
আগের প্রজ্ঞাপনে রাত ৮টা থেকে ঘরের বাইরে যাওয়ার বি'ষয়ে নিষে'ধাজ্ঞা ছিল। গতকাল ম'ঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ এ প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃ’তদে'হ দা'ফন বা সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাব'ে না।
বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বি’রু'দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দোকানপাট, শপিংমলগু'লো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যদিও এত দিন বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা ছিল।আরও পড়ুন…জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাজেটের কপি ছিঁড়ে ফেলে বাজেট প্র’ত্যা’খ্যান করেছেন বিএনপির সংসদ সদস্যরা। করো'না মোকাবিলায় সরকারের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি করে বাজেট দেয়া হয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যা’গ দাবি করেন তারা।২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণার পরপরই ১৪ জুন গু'লশানে ব্রিফিং করে বাজেট প্র’ত্যাখ্যা’ন করেন বিএনপি মহাসচিব। এরপর বিএনপির সংসদ সদস্যরাও একই পথ অনুসরণ করে এ বাজেটের নানা অস'ঙ্গতির কথা বলে সংসদে সমালোচনা অ’ব্যা’'হত রাখেন।
Leave a Reply