চিন নিয়ে কথা বলা মানেই তা জাতীয় ইস্যুতে পরিণত 'হতে পারে। নানা সমস্যায় জর্জরিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই আর চাইছেন না দলেরই কেউ চিন নিয়ে কথা বলে বিপদ বাড়াক।
সেই কারণে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলকে দলের নেতা-কর্মীদের একাধিক বার্তা দিয়েছেন। বিশেষ করে ২১শে জুলাইয়ের আগে মমতার এই বক্তব্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা আলাদা করে বলার অ'পেক্ষা রাখে না।
একনজরে দেখে নিন এদিনের বৈঠকে কী বললেন তৃণমূল নেত্রী…
প্রত্যেক বিধায়ককে নিজের বিধানসভায় জিততেই হবে। তাই নিবিড় জনসংযোগ করুন। জানি কোভিড সংক্রমণ রয়েছে। তার মধ্যেও সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে জনসংযোগের স'ঙ্গে জনবিরোধী কার্যকলাপ প্রস'ঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরু'দ্ধে প্রতিবাদে সরব 'হতে হবে।রেল ও কয়লার বেসরকারিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যা পদ'ক্ষেপ নিচ্ছে তা সাধারণ মানুষকে বোঝাতে হবে।
এলাকার মানুষকে কাছে গিয়ে বলতে হবে রাজ্য সরকার কী কাজ করেছে। কেন্দ্রীয় সরকার কীভাবে রাজ্যকে বঞ্চনা করেছে। পেট্রোল-ডিজে'লের দাম যেভাবে দিন দিন বাড়ছে তা নিয়ে বুথে বুথে প্রতিবাদ সংগঠিত করতে হবে।আমফান ঘূর্ণি ঝড়ের দুর্যোগ ও ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করেছেন তাদের কোনও ভাবে ছাড়া হবে না।
প্রধান হোক বা পঞ্চায়েত সমিতির সভাপতি, দুর্নীতির প্রমাণ হলে তার বিরু'দ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কেউ যেন তাদের বাঁচানোর চেষ্টা না করেন।২১ জুলাই বুথে বুথে শ’হীদ দিবস পালন করুন। করো'না ভাইরাসের সংক্রমণের কারণে এবার আর বড় করে একুশে জুলাই করা সম্ভব হচ্ছে না।
তাই বুথে বুথে কর্মীদের নিয়ে একুশে জুলাই শ’হীদ দিবস পালন করতে হবে। শ’হীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলন করে বুঝতে হবে এই কর্মসূচি।তৃণমূল কংগ্রে'সের নতুন কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। তমোনাশ ঘোষের মৃ'ত্যুতে দলের কোষাধ্যক্ষের জায়গা খালি হয়েছিল।
সেই স্থানে বসানো হলো রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে।আমা'র দলে কর্মীরাই সম্পদ। যারা ভাবছেন দুর্নীতি করে দলকে বদনাম করবেন, তাদের বিরু'দ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে আমি নতুন নেতা তৈরি করে নেব। তবে দুর্নীতির স'ঙ্গে আপস করব না।বিজেপি নেতারা রাস্তায় নামছেন সরকারের বিরু'দ্ধে প্রচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনারা ঘরে চুপচাপ বসে আছেন কেন?
সামাজিক দূরত্ব মেনে আপনারাও প্রচার করুন। তারা যে মানুষকে ভুল বোঝাচ্ছে সেগু'লি তুলে ধরুন।চিন নিয়ে যা বলার আমি বলবো, আপনারা কেউ মুখ খুলবেন না। Previous articleকরো'নার জের: পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স, এনইইটি পরীক্ষার সময়সীমা
Leave a Reply