ভারতের একমাত্র দেশ যাদের ক্রিকেটারদের বাহিরে কোন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে খেলতে দেওয়ার কোন অনুমতি নেই। তবে সম্প্রতি যুবরাজ সিং সুরেশ রায়না,
রবিন উথাপ্পা সহ একাধিক ক্রিকেটার দাবি তুলেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিদেশি লিগ খেলার অনুমতি দিতে। যদিও ধারণা করা হচ্ছে কিছু সংখ্যক ক্রিকেটারদের বিদেশি
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে খেলার অনুমতি দেয়া 'হতে পারে।
আর সেই তালিকায় যদি ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নাম থাকে তাহলে যেকোনো মূল্যেই হোক তাকে দলে নিতে চায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে একথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী
নাফিসা কামাল। প্রয়োজন হলে পুরো দলের বাজেট দিয়ে হলেও বিরাট কোহলিকে দলে নিতে চান তিনি। আর প্রতি বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩-৪ কোটি টাকা বাজেট থাকে।
আইপিএল নিয়ে নাফিসা কামাল বলেন, ‘আইপিএল বিশ্বজুড়ে সমা'দৃত একটি আসর। এর মডেলটাও যথেষ্ট সফল। ক্রিকেটারদের পেছনে তারা অনেক অর্থ ব্যয় করে।
তাদের দলে পাওয়াটা অবশ্যই দারুণ হবে। আমা'দের ক্রিকে'টে সেটা কাজে লাগবে। কেননা, ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরে ভারতীয় ক্রিকেটাররা অনেক বেশি অ'ভিজ্ঞ।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দলে নেয়ার সুযোগ হলে কাকে নেবেন? এমন প্রশ্নে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান বলেন, ‘আমা'র দলের ক্রিকেটারদের স'ঙ্গে মজা
করে বলি, আমা'র যদি সুযোগ হয়, তাহলে পুরো দলের বাজেট দিয়ে হলেও আমি বিরাট কোহলিকে নেব।
বাংলাদেশ ক্রিকে'টের বাইরে আমা'র পুরো মনোযোগের শুরু এবং শেষ বিরাট কোহলি। শুধু ক্রিকেটার হিসেবে নয়; ডিসিপ্লিনসহ তার মধ্যে যে ব্যাপারগু'লো আছে, সবকিছু মিলিয়ে তিনি একজন আদর্শ ক্রিকেটার।’
Leave a Reply