দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৩৮ জনের দে'হে করো'নাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘা'তী ভাইরাসটিতে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন আরও ৫৫ জন।এনিয়ে বাংলাদেশে করো'নায় আ'ক্রা'ন্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। আর ভাইরাসটিতে আ'ক্রা'ন্ত হয়ে প্রাণহানি হলো মোট ২ হাজার ৫২ জনের।মা'রা যাওয়া ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ আর ১৮ জন নারী।যারা মা'রা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রংপুর বিভােগের ৮ জন, খুলনা বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ২ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন এবং রাাজশাহী বিভাগের ১ জন। ৫৫ জনের মধ্যে হাসপাতালে মা'রা গেছেন ৪১ জন এবং বাড়িতে মা'রা গেছেন ১৪ জন।
রবিবার দুপুরে করো'নাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদ'প্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন করো'না রোগী। এ নিয়ে মোট ৭২ হাজার ৬৬৫ জন করো'না রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃ'তের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর গতকাল প্রথম ২৯ জনে নামলেও আজ আবার মৃ'তের সংখ্যা বাড়লো।গত ৮ মা'র্চ বাংলাদেশে প্রথম করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মা'র্চ এই ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে প্রথম মৃ'ত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ'ক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
Leave a Reply