বলিউডের অন্যতম সেরা অ'ভিনেত্রী ঐশ্বরিয়া রায় তিনি শুধু বলিউডের সেরা অ'ভিনেত্রী নন একসময়ের মিস ইউনিভার্স খেতাব অর্জন করেছিলেন। অ'পূর্ব সুন্দর এই অ'ভিনেত্রী বলিউডে একসময় পর দেখা পেয়েছিলেন এবং বর্তমানেও তিনি ব্যাপক জনপ্রিয়। অনবদ্য অ'ভিনয় আর নজরকাড়া সৌন্দর্য দিয়ে শুধু বলিউড নয় গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মন কেড়ে নিয়েছিলেন তিনি যদিও পরবর্তী জীবনে তিনি বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের কিংবদন্তি অ'ভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে অ'ভিষেক বচ্চন এর সাথে এবং তার পর থেকেই তিনি তার কাজের থেকে পরিবারের সাথে বেশি সময় দেন
হলিউডে বেশ কয়েকটি ছবিতে অ'ভিনয় করেছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রিয়াঙ্কার আগে হলিউডে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, অ'ভিষেক ও তার পরিবারকে সময় দেওয়ার কারণে হলিউড লেজেন্ড উইল স্মিথের ছবির অফার ফিরিয়ে দেন ঐশ্বরিয়া রায় বচ্চন। নীলনয়না এই সুন্দরীকে একটি নয় তিনটি ছবির অফার দিয়েছিলেন উইল স্মিথ, হিচ (২০০৫), সেভেন পাউন্ডস (২০০৮) এবং টুনাইট হি কামস।
২০০৮ সালে উইল স্মিথের বহু চর্চিত ছবি সেভেন পাউন্ডসের অফার হাতছাড়া হয় ঐশ্বর্যর। সেই সময় মা'র্কিন সাংবাদমাধ্যমে খবর রটে করওয়া চৌথের ব্রত পালন করতেই নাকি সদ্যবিবাহিতা ঐশ্বর্য ইউএস ছেড়ে হাজির হন স্বামী অ'ভিষেকের কাছে। তবে এ খবর ভিক্তিহীন বলে উড়িয়ে দেন অ্যাশ।
এ প্রস'ঙ্গে ঐশ্বরিয়া বলেন, আমি মুম্বাই এসেছিলাম স্বামীর জন্য উপোস করে ধ'র্মীয় আচার পালন করবার জন্য নয়, যখন দ্য সেভেন পাউন্ডসের স্ক্রিপ্ট রিডিং চলছিল তখন আচমকাই শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন।উনার শারিরীক পরিস্থিতির দ্রুত অবনতির জন্য আমি সব ছেড়ে চলেছিলাম,লস অ্যাঞ্জেলসে যেতে পারিনি। সেটা কী ভুল? আমা'র জন্য নয়। আমা'র কাছে যে কোনও দিন ক্যারিয়ারের চেয়ে আগে পরিবার’।
টুনাইট হি কামস প্রোজেক্ট কেন ফিরিয়ে ছিলেন তিনি এ বি'ষয়ে তার ভাষ্য, হ্যাঁ, আমাকেই সেইবারও না বলতে হয়। আমা'র খুব খারাপ লেগেছিল কিন্তু আমা'র কাছে নিজের প্রাধান্যগু'লো খুব স্পষ্ট-সেখানে পরিবার সবচেয়ে আগে’। উইল স্মিথের স'ঙ্গে ঐশ্বর্য সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ন।
তিনি আরও জানান, চিত্রনাট্য পছন্দ হওয়া সত্ত্বেও আগে থেকেই যোধা আকবরের জন্য শিডিউল ঠিক ছিল তার। সেই কারণেই ইচ্ছা সত্ত্বেও সেই ছবিতে কাজ করা হয়নি ঐশ্বরিয়ার। জানা যায় ২০০৫ সালে ভারত সফরের সময় ঐশ্বর্যকে এই ছবির অফার দিয়েছিলেন উইল স্মিথ।
হলিউডে ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, মিস্ট্রেস অফ স্পাইসেস, প্রোভোকড, দ্য লাস্ট লিজিয়ন এবং পিঙ্ক প্যান্থর টুয়ের মতো ছবিতে অ'ভিনয় করেছেন ঐশ্বরিয়া।
বক্স অফিসে অ্যাশের শেষ ছবি ছিল ফান্নে খান (২০১৮)। এরপর ঐশ্বর্যকে দেখা যাব'ে গু'রু, রাবণ পরিচালক মণি রত্নমের তামিল ছবি ’পন্নিইন সেলভান’ এ। এই পিরিয়ড ছবিতে ঐশ্বর্যর বিপরীতে রয়েছেন জনপ্রিয় তামিল সুপারস্টার বিক্রম। জানা গেছে, দুটি পর্বে মুক্তি পাবে এই ছবি।বলিউডের এক সময়ের জনপ্রিয় অ'ভিনেত্রী ঐশ্বরিয়া রায়। একসময়ের বললে ভুল হবে তিনি বর্তমান সময়েও ব্যাপক জনপ্রিয় একজন অ'ভিনেত্রী। দীর্ঘ কয়েক দশক ধরে বলিউডে তার ক্যারিশমা দেখিয়ে এসেছেন তিনি। যদিও তিনি এখন অতটা অ'ভিনয় নিয়মিত নেই আগে যেমনটি থাকতেন। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা তিনি বলিউডকে উপহার দিয়েছেন এবং তার অ'ভিনয় দর্শক রীতিমত মুগ্ধ। তার অ'ভিনয়ের প্রশংসা শুধু বলিউডই নয় বরং সারা বিশ্বের সেরা সিনেমাপ্রেমী মানুষ আছে বিশেষ করে হিন্দি সিনেমা দেখতে যারা ভালবাসেন তাদের কাছে ঐশ্বরিয়া খুবই জনপ্রিয়
Leave a Reply