যু’ক্তরাষ্ট্রে পং ফেস্ট পার্টিতে অংশ নেয়া অন্তত ৩০০ কি’শোর-কি’শোরীর করোনাভাই’রাস ধ’রা পড়েছে। সম্প্রতি টেক্সা’সের লেকওয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে সেখানকার স্থানীয় কর্মক’র্তারা জানিয়েছেন।
পার্টি চলার সময় সেখানে অংশ নেয়া শত শত কি’শোর-কি’শোরীর অনেকেই তাদের কোভিড-১৯ টেস্টের ফলাফলের জন্য অ’পেক্ষা করছিলেন। পরবর্তীতে টেস্টের ফলাফল প্রকাশ হলে দেখা যায় তাদের অন্তত ৩০০ জনেরই করো’না পজিটিভ।
এ ঘটনার পর সেই পার্টিতে অংশ নেয়া সকল ব্যক্তিকে করো’না টেস্টের পাশাপাশি সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: সিএনএন
Leave a Reply