আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। অনলাইনে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরই মধ্যে সিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে।
প্লেয়ার্স ড্রাফটে আফগানিস্তানের অলরাউন্ডার মোহা'ম্ম'দ নবী, নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন ডাঙ্ক সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ইউএস ডলারে বিক্রি হয়েছেন।
নবীকে কিনেছে সেইন্ট লুসিয়া জুকস। এছাড়াও লামিচানে জ্যামাইকা তালাওয়াজ এবং বেন ডাঙ্ককে কিনে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
একনজরে সিপিএলের ৬ দলের স্কোয়াড দেখে নিন-
ত্রিনবাগো নাইট রাইডার্স- ডোয়াইন ব্রাভো, কাইরল পোলার্ড, সুনিল নারিন, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লিন্ডল সিমনস, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রবীণ তাম্বে, জেয়দেন সিয়ারলেস, আমির জা'ঙ্গু', টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন এবং আলি খান।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স- ইমর'ান তাহির, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, রস টেলর, শিমর'ন হেটমায়ার, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, কেমো পল, শেরফান রাদারফোর্ড, রোমা'রিও শেফার্ড, নবীন উল হক, চন্দরপল হেমর'াজ, কেভিন সিনক্লেয়ার, আশমিড নেড, ওডিয়ান স্মিথ, অ্যান্থনি ব্রেম্বল এবং জেসি সিং।
সেইন্ট লুসিয়া জুকস- রাইলি রুশো, মোহা'ম্ম'দ নবী, ড্যারেন স্যামি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, এনরিচ নর্ৎজে, চেমা'র হোল্ডা। ওবেড ম্যাকয়, রাহকিম কর্ণওয়াল, মা'র্ক দেয়াল, নূর আহমা'দ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভেম হজ, জাভেল গ্লেন এবং সাদ বিন জাফর।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস- ক্রিস লিন, বেন ডাঙ্ক, এভিন লুইস, ফাবিয়ান অ্যালেন, রসি ফন ডান ডুসেন, সোহেল তানভীর, ইশ সোধি, শেলডন কটরেল, দীনেশ রাম'দিন, রায়াদ এমর'িট, ডেনিস বুলি, আলঝারি জোসেফ, জশুয়া ডি সিলভা, ডমিনিক ড্রেকস, কলিন আর্চিলবাল্ড, জন রাস জাগেসার এবং সানি সোহেল।
বার্বাডোজ ট্রাইডেন্টস- র'শিদ খান, জেসন হোল্ডার, মা'র্কাস স্টয়নিস, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, শাই হোপ, হেইডেন ওয়ালশ জুনিয়র, অ্যাশলে নার্স, জোনাথন কার্টার, রেয়মন রেইফার, কাইল মায়েস, জশুয়া বিশপ, নিম ইয়ং, জাস্টিন গ্রে'বস, রহমানউল্লাহ গু'রবাজ এবং শায়ান জায়া'ঙ্গির।
জ্যামাইকা তালাওয়াজ- আন্দ্রে রাসেল, সন্দ্বীপ লামিচানে, কার্লোস ব্রাথওয়েট, রভম্যান পাওয়েল, তাবরাইজ শামসি, গ্লেন ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান থমাস, আসিফ আলি, ফিদেল এডওয়ার্ডস, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাকার্থি, নিকোলাস কির্টন, জেভর রয়্যাল, এনক্রুমা বোনার, ভিরাসামি পারমল এবং রায়ান পারসৌ।
Leave a Reply