করো'নাভাইরাসে (কোভিড-১৯) পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে অ'পেক্ষা করা অবস্থায় ছেলে সন্তানের জন্ম দিয়েছেন পালাকা নামের এক নারী। সন্তান প্রসবের পর ওই মাকে হাসপাতাল কর্মীরা দ্রুত ওয়ার্ডে নিয়ে ভর্তি করেন।
সোমবার (৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের রাম মনোহর লোহাই ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (আরএমএলআইএমএস) হাসপাতালে এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন, মা-সন্তান দুজনই সুস্থ আছেন।
জানা যায়, প্রসব বেদনা নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ২২ বছর বয়সী এক নারী। কিন্তু করো'নামুক্ত সার্টিফিকেট না দেখালে ভর্তি নেওয়া হবে না বলে হাসপাতাল থেকে জানিয়ে দেয়া হয়। পরে অনাগত সন্তানের কথা চিন্তা করে হাসপাতালের আরেক ইউনিটে করো'না পরীক্ষা করাতে যান। কিন্তু সেখানে আগে থেকে লাইন থাকায় তার অ'পেক্ষা দীর্ঘ হয়। আর লাইনে দাঁড়িয়ে অ'পেক্ষা করা অবস্থাতেই সন্তানের জন্ম দেন তিনি।
আরও পড়ুন: করো'নার ভুয়া রিপোর্টের মা'রাত্মক প্রভাব পড়বে শ্রমবাজারে
ওই নারীর স্বামী রানার দিক্ষিত সাংবাদিকদের বলেন, স্ত্রীর প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু গাইনী ওয়ার্ডের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রটোকল রক্ষা না করলে রোগী ভর্তি করাবেন না বলে জানিয়ে দেন। এজন্য প্রথমে আমাকে স্ত্রীর কোভিড-১৯ পরীক্ষার জন্য বলা হয়। যার খরচ ১৫০০ রুপি। স'ঙ্গে অর্থ না থাকায় আমি এক আ'ত্মীয়সহ স্ত্রীকে লাইনে রেখে টাকা আনতে যাই। ফিরে এসে শুনি আমা'র স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে।
হাসপাতালের চিকিৎসক ড. শ্রীকেশ সিং জানিয়েছেন, এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গ'র্ভবতী নারীকে ভর্তি না নিয়ে কোভিড-১৯ পরীক্ষার ঘটনায় জড়িতদের বি'ষয়ে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
Leave a Reply