চট্টগ্রামের আনোয়ারায় পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচার করার সময় গলে গিয়ে বি'ষক্রিয়ায় এক যুবকের মৃ'ত্যু হয়েছে।
মোহা'ম্ম'দ তৈয়ব আলী আনোয়ারা উপজে'লার বারশত ইউপির দুধকুমড়া গ্রামের আলী আকবর মনুর ছেলে।
বুধবার রাতে ইয়াবা পাচারের সময় বি'ষক্রিয়ার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
তিনি জানান, পেটের ভেতর ইয়াবার প্যাকেট ফেটে বি'ষক্রিয়ায় আ'ক্রা'ন্ত হলে গতকাল বিকেলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।
তিনি আরো জানান, কয়েকদিন আগে তারা তিনজন মিলে টেকনাফে থেকে পেটের ভেতর করে ইয়াবা চালান নিয়ে আসে। এনে তৈয়ব বাথরুম করে ইয়াবার প্যাকেটগু'লো বের করে। কিন্তু কিছু প্যাকেট থেকে যায়। পেটের ভেতর ওই প্যাকেটগু'লো ফেটে বি'ষক্রিয়ায় তার মৃ'ত্যু হয়।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
Leave a Reply