করো'না ভাইরাস বা কোভিড-১৯ এ আ'ক্রা'ন্ত এবং অনাক্রা'ন্তদের মধ্যে ব্যাপক সং'ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আ'হত হয়েছে।
বুধবার (৮ জুলাই) ভারতের ১৮ নম্বর কোলকাতার দম'দম রোডের বস্তি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, সং'ঘর্ষের জেরে আ'হতও হয়েছেন অনেকে। আ'হতদের কোলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পু'লিশ মো’তায়েন করা হয়েছে।
জি নিউজের খবরে আরও জানানো হয়েছে, সকালে করো'না পজিটিভ এবং করো'না নেগেটিভ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে স্থানীয়রা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে দুই গ্রুপ সং'ঘর্ষে জড়িয়ে পড়ে। সং'ঘর্ষের জেরে আহ’ত হয়েছেন ৬ জন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একজনের করো'না পজিটিভ ধ’রা পড়েছে। তাঁদের অ'ভিযোগ, সেই রোগী ও রোগীর পরিবার কোনও নিয়ম মানছেন না। তাঁরা সেটা বলতে গেলে, তাঁদের স'ঙ্গে তর্ক বেঁধে যায়।
এক পর্যায়ে হাতাহাতিতে শুরু হয়। সং'ঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পু'লিশ বাহিনী। এলাকায় প্রচুর পু'লিশ মোতায়েন রয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
Leave a Reply