নারায়ণগঞ্জের রূপগঞ্জে করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত এক যুবককে মা'রধরের পর বাড়ি থেকে বের করে দেয়ার অ'ভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরু'দ্ধে। বুধবার রাত সাড়ে ১১টায় উপজে'লার রূপসী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ওই যুবককে বাড়িতে তুলে দেয় উপজে'লা প্রশাসন। নি'র্যাতনের শিকার যুবকের বাড়ি ময়মনসিংহে। তার মামা'র স'ঙ্গে তিনি বাগবাড়ি এলাকার নূর হোসেন ওরফে কাইল্লা নূরার বাড়িতে ভাড়ায় থেকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
ওই যুবকের মামা জানান, দুইদিন আগে জ্বর ও সর্দিতে আ'ক্রা'ন্ত হন তার ভা'গ্নে। উপজে'লা স্বাস্থ্য বিভাগকে জানালে ৩ মে তার নমুনা নেয়া হয়। বুধবার পরীক্ষায় করো'না পজিটিভ আসে। পরে তার ভা'গ্নেকে হোম আইসোলেশনে থাকার পরামর'্শ দেন স্বাস্থ্যকর্মীরা।
তিনি আরো জানান, বি'ষয়টি জানাজানি হলে রাতে তাকে ও করো'নায় আ'ক্রা'ন্ত ভা'গ্নেকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করেন বাড়ির মালিকসহ এলাকার লোকজন। এ সময় যেতে না চাইলে মা'রধরও করা হয়। পরে তার ভা'গ্নে একটি মসজিদের কাছে আশ্রয় নেন।
রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম বলেন, বি'ষয়টি শুনে স'ঙ্গে স'ঙ্গেই ঘটনাস্থলে চিকিৎসক ও পু'লিশ পাঠানো হয়েছে। পরে তারা ওই যুবককে ভাড়া বাড়িতে তোলেন। আপাতত আ'ক্রা'ন্ত যুবক ওই বাড়িতেই থাকবেন। তাকে হাসপাতালে নিতে হলে আমর'া নেব। এছাড়া তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
বাড়িওয়ালাসহ এ ঘটনায় জড়িতদের বিরু'দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান।
Leave a Reply