কয়েকদিন আগেই ৩৮ তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার ফল বেরিয়েছে।প্রায় তিন বছর আগে এই বিসিএসের প্রথম পর্বে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন। পরবর্তীতে কয়েক ধাপের পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৮ হাজার ৩৭৭ জন।এর মধ্য থেকেই মেধাক্রম অনুযায়ী ২ হাজার ২০৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।
পরীক্ষার ফল ঘোষণার পরেই ফেসবুকে ঝড় ওঠে নিয়োগের জন্য সুপারিশকৃতদের অ'ভিনন্দন জানিয়ে। একটানা কয়েকটি এমন অ'ভিনন্দনের স্রোত ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার অনেকগু'লো অনলাইন পোর্টাল ও নানা পত্রিকায় উত্তীর্ণ অনেকের সাক্ষাতকারও প্রকাশ করা হয়েছে বেশ মজাদার হেডলাইন দিয়ে।
‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে … এখন বিসিএস ক্যাডার’, ‘টাকার অভাবে বই কিনতে না পারা মেয়েটি হলেন এএসপি’, ‘প্রাথমিকের শিক্ষিকার ছেলে এখন প্রশাসনের ক্যাডার’, ‘পরিবারের প্রেরণায় বিসিএস ক্যাডার হয়েছেন…’ ‘কখনো কোচিং করেননি বিসিএস প্রশাসনে …, ‘৩৮তম বিসিএসে… জাবির সান্ধ্য কোর্সের ..’- এমন সব হেডলাইনে প্রশাসন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রা'প্তদের নিয়ে অনেক সাক্ষাতকার প্রকাশিত হয়েছে গত কয়েকদিনে যেগু'লো আবার ব্যাপকভাবে শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিসিএস ফলাফল প্রকাশ পাবার কিছুদিন পরেই উত্তরার ছেলে লিখন ফেইসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে এবং শোকরিয়া প্রকাশ করে ফেইসবুকে আলহা'ম'দুলিল্লাহ লিখে পোস্ট করে। আর এটি পাশের বাসার আন্টির মেয়ে আনিকার নিউজফিডে চলে যায়। লিখন কয়েক স'প্তাহ আগে ফেইসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিল আনিকাকে। আনিকা এতোদিন লিখনকে ঝুলিয়ে রাখলেও ভুল চাপ লেগে রিকু এক্সপেক্ট হয়ে যায়। কি মনে করে যেন রিমুভ করে নি সেদিন।
আন্টির মেয়ে ইন্টার পড়ুয়া আনিকা এই স্ট্যাটাস দেখে রীতিমতো চমকে যায়। আনিকা বাসার সবাইকে দেখিয়ে বলে আম্মু আম্মু দেখ লিখন ভাইয়া বিসিএস পেয়েছে। আন্টি তাতে যেন আকাশের চাঁদ হাতে পান। মেয়ের জন্যে বিসিএস পাত্র খুজছিলেন তিনি। বিসিএস পাত্রের কাছে মেয়েকে বিয়ে দেওয়া ছিল এই আন্টির একমাত্র ড্রিম! আন্টি বিসিএস এই পাত্রকে অগ্রীম বুকিং দিয়ে রাখতেই পরেরদিন বিকালে ছেলেদের বাসায় মিস্টি ফলমূল নিয়ে নিজের একমাত্র ইন্টার পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। পাত্রের বাবা মা যেন এমন প্রস্তাবে আকাশ থেকে পড়েন।
পরে অবশ্য ভুল ভাঙে। জানা যায় কোন বিসিএস নয়। রিপোর্টে করো'না নেগেটিভ এসেছে তাই আলহা'ম'দুলিল্লাহ লিখে এই পোস্ট দেওয়া হয়েছে। এর পরেই পাত্রীর মা স্যরি ভুল হয়ে গেছে বলা ক্ষ'মা প্রকাশ করে মিস্টি ও ফল মূল নিয়ে বাসায় ফেরত আসেন । পাত্রের মা ও বাবা এই ঘটনায় নিজেদের অ'পমান হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন। লিখন এই অ'পমানের প্রতিশোধ নিতে একসেট বিসিএস এর গাইড কিনে ৪২ বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে বলে গো'পন সূত্রে জানা যায়।
Leave a Reply