বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী নভেল করো'নাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে গত কয়েক মাস ধরে বারবার শিরো'নামে উঠে এসেছে চীনের উহান শহর। কেউ বলেন, উহানের মাছের বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস, কেউ বলছেন উহানের ভাইরোলজি ল্যাব'রেটরি থেকে নাকি বেরিয়ে এসেছে করো'নাভাইরাস।
তবে সব বিতর্ক পিছনে ফেলে উহান করো'না মুক্ত হয়েছে বলে জানা যাচ্ছিল। কিন্তু ঠিক এক মাস পর আবারো ফিরে এল সেই অ'ভিশাপ। ৩৭ দিন পর নতুন করে উহান শহরে করো'না আ'ক্রা'ন্তের সন্ধান মিলেছে। আ'ক্রা'ন্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রীও করো'না আ'ক্রা'ন্ত, তবে তার কোনো উপসর্গ নেই। খবর: ফোর্বস’র।
গত ৩ এপ্রিল শেষবার করো'না আ'ক্রা'ন্তের খোঁজ পাওয়া গিয়েছিল উহানে। এরপর থেকে একরকম করো'নামুক্ত হয়ে গিয়েছিল উহান। কিন্তু এবার ফের আ'ক্রা'ন্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল। ৭৬ দিনের লকডাউন শেষে ৮ এপ্রিল উহানের সীমা'ন্ত খুলে দেয়া হয়েছে। এ নিয়ে উহানে শহরে মোট করো'না আ'ক্রা'ন্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৪ জন।
Leave a Reply