বাগেরহাটের শরণখোলায় করো'নায় কর্মহীন নিম্ন মধ্যবিত্ত ও 'হতদরিদ্রদের প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ধ’রা পড়ার পর তা সংশোধনে মাঠে নেমেছে উপজে'লা প্রশাসন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওই অর্থ প্রদান করার কথা রয়েছে। তাই এ সুযোগে ইউপির একাধিক মেম্বার সুবিধাভোগীদের নামের পর ফোন নম্বরের ঘরের স্থানে তাদের নিজের মোবাইল নম্বরটি জুড়ে দিয়েছেন।
এসব অসাধু মেম্বারদের চিহ্নিত করে জনসম্মুখে তাদের মুখোশ উম্মোচনের দাবি করেছেন স্থানীয়রা। এ তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও সচ্ছল ব্যক্তির নাম রয়েছে বলেও অ'ভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইউপির প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা উপজে'লা পরিষদে জমা দেয়ার পর তা যাচাই-বাছাই করতে গিয়ে সম্প্রতি এমন অনিয়ম ধ’রা পড়লে বি'ষয়টি নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে।
উপজে'লার চারটি ইউপির মধ্যে খোন্তাকা'টা ইউপিতে অনিয়মের মাত্রা অনেক বেশি বলে জানায় সংশ্লিষ্টরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রদানের ব্যবস্থা করায় তারা এমন অ'পকৌশলের আশ্রয় নিয়েছেন। অনিয়ম ধ’রা পড়ার পর সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে তালিকা সংশোধন করছেন ইউএনও।
ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, তালিকায় সুবিধাভোগীদের নামের পাশে বেশ কয়েকজন মেম্বারের ফোন নম্বরও পাওয়া যায়। এক মেম্বারের ফোন নম্বর ছিল ৪০ জনের নামের পাশে। এছাড়া, সচ্ছল ও সরকারের অন্যান্য সুবিধাভোগ করছেন এমন ব্যক্তিদের নাম ছিল ওই তালিকাগু'লোতে।
এসব অনিয়ম নজরে আসার পর সরকারি কর্মকর্তাদের দিয়ে তিনি সঠিক তালিকা করাচ্ছেন। ১৭ মে সংশ্লিষ্ট দফতরে তালিকা পাঠানো হবে। অনিয়মকারী মেম্বারদের ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরু'দ্ধে ত'দন্ত চলছে। খোঁজ খবর নিয়ে তাদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply