ম'ঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরের উদ্দ্যেশ্যে যাত্রাকালে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে পশ্চিম ব'ঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘সমগ্র দেশের মানুষের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’ নতুন নাগরিকত্ব আইন (সিএএ)-র বি’রোধিতাকে ঘিরে অ’'গ্নিগ'র্ভ দিল্লি। চিন্তিত দেশের রাজনৈতিক মহল।
তা নিয়ে মমতার প্র’তিক্রিয়া, ‘যা চলছে, তা নিয়ে আমর'া গভীর ভাবে উ’দ্বি'গ্ন।’ দিল্লির হিং'সা’ত্মক পরিস্থিতি প্রস'ঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন এ সব চলছে আমি জানি না। আমর'া ঘটনার উপরে নজর রাখছি। আমি মনে করি, সবার শান্তি বজায় রাখা উচিত। আমা'দের দেশ শান্তির দেশ, মানবতার দেশ, ধ'র্মনি’রপেক্ষ দেশ। সবাইকে নিয়ে একস'ঙ্গে চলার দেশ। এখানে হিং’সার কোনও স্থান নেই।
Leave a Reply