করো'নার কারণে লকডাউন শুরুর দিন থেকেই রান্না করা খাবার বিতরণ করছেন বিদিশা এরশাদ। হুসেইন মুহম্ম'দ এরশাদ ট্রাস্ট ও বিদিশা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্ম'দ এরশাদের বারিধা'রার প্রেসিডেন্ট পার্কে এ রান্নার ব্যবস্থা করা হয়।
রান্না করা খাবার বিদিশা গভীর রাতে মিরপুর মাজার, হাইকোর্ট মাজার, গু'লিস্তান, কমলাপুর রেলস্টেশন, বিমান বন্দর রেল স্টেশন, সদরঘাটসহ রাজধানীর বিভিন্নস্থানে নিজে ভাসমান ও অসহায় মানুষদের মাঝে খাবার বিরতণ করেন। খাবার বিতরণকালে তার স'ঙ্গে এরশাদ ট্রাস্টির সদস্য কাজী মামুনুর র'শিদসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বি'ষয়ে বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেন, দিনের বেলায় যারা বাইরে ঘোরা-ফেরা করেন তাদের অধিকাংশেরই নিজস্ব বাসা বা ভাড়া বাসা আছে। কিন্তু যারা ভাসমান আছেন, সহায়-সম্বলহীন, তাদের দেখার কেউ নাই। তাই আমি চেষ্টা করি আমা'র সামর'্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর। আমি সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাবো আপনারা দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতাই খেয়ে বাঁচতে পারবে একটি পরিবার।
Leave a Reply