ঘড়িতে তখন রাত দেড়টা। চট্টগ্রামের করো'নায় আ'ক্রা'ন্ত এক ব্যক্তি তীব্র শ্বা'সকষ্টের যন্ত্রণায় ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানান একটি নেবুলাইজারের আকুতি। ‘করো'না আপডেট চট্টগ্রাম’ নামক গ্রুপটিতে তিনি লিখেন- আজ আমা'র করো'নাভাইরাস পজেটিভ আসছে। এখন আমা'র অবস্থা খুব খারাপ, শ্বা'সকষ্ট হচ্ছে। গ্রুপের অ্যাডমিন তানভীর ভাইয়ের সহযোগিতায় জেনারেল হাসপাতালের ডাক্তারের স'ঙ্গে যোগাযোগ করি। উনি এই মুহূর্তে নেবুলাইজার ব্যবহার করতে বলেছেন। আমি এত রাতে নেবুলাইজার কোথায় পাবো? তাছাড়া আমা'র বিল্ডিং লকডাউন। গ্রুপে এমন কেউ আছেন, আমাকে একটা নেবুলাইজার জোগাড় করে দিতে পারেন? আমা'র খুব কষ্ট হচ্ছে।
মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে। সাড়া দেন অনেকেই। কেউ দেন পরামর'্শ। আবার কেউ জানতে চান ঠিকানা। পোস্টের কমেন্ট বক্সে সামিরা জোহারা নামে একজন লেখেন- ফুটন্ত গরম পানিতে একটু বাম অথবা ভিক্স দিয়ে মাথা মুড়ে ভাপ নিন। গরম ভাপ আপনার নাক দিয়ে প্রবেশের ফলে শ্বা'স নেয়া সহজ হবে কিছুটা। কোতোয়ালি থানার ওসি মোহা'ম্ম'দ মহসীনকে মেনশন করে একজন এম সাকিবুর রহমান নামে লেখেন- মহসীন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে অসুস্থ ব্যক্তিটিকে একমাত্র পু'লিশ ভাইয়েরাই সাহায্য করতে পারে বলে আমি মনে করি।
এরইমধ্যে ওই ব্যক্তির ঠিকানা জোগার করেন ‘করো'না আপডেট চট্টগ্রাম’ গ্রুপের অ্যাডমিন তানভীর রনি। সাহায্যের হাত বাড়িয়ে দেন জাহেদুল ইসলাম শাকিল নামে আরো এক যুবক। তানভীর রনির স'ঙ্গে যোগাযোগ করে নেবুলাইজার কিনে নিয়ে গেলেন তিনি। এদিকে ঘটে গেছে আরেকটি চমকপ্রদ ঘটনা। পোস্ট দেখে কাউকে না জানিয়েই একটি নেবুলাইজার কিনে আ'ক্রা'ন্ত ব্যক্তির বাসায় পৌঁছে দেন রিদওয়ানুল হক নামে আরেক যুবক। সেই নেবুলাইজার পেয়ে শাকিলকে কল করে জানান করো'নায় আ'ক্রা'ন্ত ব্যক্তি। তবু পিছপা হননি শাকিল। নিজের কেনা নেবুলাইজারটি পৌঁছে দেন আ'ক্রা'ন্ত ব্যক্তির ছেলের হাতে।
যোগাযোগ করলে ‘করো'না আপডেট চিটাগং’ অ্যাডমিন তানভীর রনি ডেইলি বাংলাদেশকে বলেন, পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে বলেই করো'নায় আ'ক্রা'ন্ত মানুষরা এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখে। রাত দেড়টায়ও সাহায্যের পোস্ট পেয়ে এগিয়ে আসেন গ্রুপের দুই শতাধিক সদস্য। পোস্ট দেখে নেবুলাইজার কিনতে বেরিয়ে পড়েন শাকিল ভাই। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের ফার্মেসি থেকে নেবুলাইজার কিনে পৌঁছে দেন আ'ক্রা'ন্ত ব্যক্তির বাসায়। তার ছেলে নেবুলাইজারটি পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply