ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগু'লোতে রোববার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। আর এ দিনই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। স্থানীয় সময় দুপরের পর দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূকম্পন অনুভূ'ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
এতে বলা হয়েছে, রোববার ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুইয়ে ও বুইয়ার আহমা'দ প্রদেশে ভূমিকম্পটি অনুভূ'ত হয়েছে। মা'র্কিন ভূ'তাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থাগু'লোতেও ভূমিকম্পের এই খবর জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষ'তি কিংবা 'হতা'হতের ঘটনা ঘটেছে কিনা তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।
গত ৮ মে একই মাত্রার (৫ দশমিক ১) ভূমিকম্পে কেঁপে ওঠে ইরান। আতঙ্কিত মানুষ তাদের ঘর ছেড়ে পালানোর সময় দুইজন মা'রা যান। এছাড়া আ'হত হন আরো ২২ জন। সে দিনের ওই ভূমিকম্প আঘা'ত হে'নেছিল দেশটির উত্তরাঞ্চলে।
Leave a Reply