সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদুল ফিতরের নামাজ পড়ানোর সময় সেজদাতেই ইমামের মৃ'ত্যু হয়েছে। সোমবার সকালে ওই উপজে'লার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃ'ত আইয়ুব আলী একই গ্রামের দেরাজ আলী মুন্সির ছেলে। তিনি নন্দলালপুর আলিম মা'দরাসার সিনিয়র প্রভাষক ছিলেন। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকালে ঈদের নামাজ পড়ানোর সময় প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি। পরে তাকে মৃ'ত পাওয়া যায়।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply