ধানমন্ত্রী শেখ হাসিনা আর জাস্টিন ট্রুডোর মধ্যে আসল পার্থক্যটা কি জানেন? জাস্টিন ট্রুডো , সভ্য জনগন এবং ধনী রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর আমা'দের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অসভ্য জনগন এবং গরীব রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দেশের এই ভ'য়াবহ অবস্থায়, না আমর'া জনগণ তাঁর কথা শুনি, না তাঁর মন্ত্রী-এমপিরা। আর এলাকার নেতাগু'লোতো ব্যস্ত গরীবের চাল চুরি করা নিয়ে। তবুও অসংখ্য বেঈমানদের নিয়ে উনি যেভাবে দেশটাকে এক হাতে পরিচালনা করছেন তা আর কোনো দেশের প্রধানমন্ত্রী পারবে কিনা জানা নেই। শেখ হাসিনা যথেষ্ট পদ'ক্ষেপ নিচ্ছেন করো'না মোকাবেলা করার জন্য। আমর'া জনগণ রা কি তার কথা শুনি? আমর'া শুধু তার দোষ খুজি, আমর'া কি ভাল? আমা'দের কোন ভুল নাই? আমর'াই বেশি খারাপ। সরকার কি একাই এই ভ'য়াব'হতা মোকাবেলা করতে পারবে?
আমর'া কি করি?
সরকার কি এগু'লো চায়? তার দলের লোকদের অ'পকর্মের ও তো সে ছার দিচ্ছে না। দেশের সর্বস্তরের মানুষের চিন্তা কি আমা'দের প্রধানন্ত্রী করে না? আমা'দের কাজকর্ম ও চিন্তাধা'রা যদি এমন হয় তাহলে সে আর কি করতে পারবে? আসলে আমর'াই অসভ্য জাতি আর কত স্টেটমেন্ট দিব? একবার গভিরভাবে চিন্তা করে দেখু'ন, উত্তর পেয়ে যাব'েন, সবার একদিন মর'তে হবে, কেউ টাকা ও বিলা'শবহুল জীবনযাপন নিয়ে কবরে যেতে পারব না, তাই সকলে মিলে দেশের কথা ভাবি, সভ্য জাতি হয়ার চেস্টা করি, সরকার একাই নয় আমর'া সবাই মিলে একসাথে করো'না মকাবেলা করতে সরকার কে সহযোগিতা করি। নিজেরা ভালথাকি, অন্যদের ভালরাখি সরকার কি এগু'লো সা'পোর্ট করছেন?
Leave a Reply