ইতালির রোমের অধিবাসী নারী মনোবিজ্ঞানী রোক্সানা ইলিনা নেগ্রা বলেন, আমি পবিত্র কোরআন অধ্যয়ন করেছি। যতোই পড়েছি ততোই আমি মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতা ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রমে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হই।
রোক্সানা ইলিনা নেগ্রা বলেন, আমি মনোবিজ্ঞানের ছাত্রি। আমি সব সময় শান্তির জন্য, অ’সুস্থতা থেকে নিরাময়ের উপায় খুঁজে বের করার চেষ্টা ও গবেষণা করেছি। আলহা'ম'দুলিল্লাহ! আমি এ সি'দ্ধান্তে উপনীত হয়েছি- ইসলামেই রয়েছে সব কিছুর সঠিক সমা’ধান।
তিনি আরো বলেন, ইসলামের প্রধান ইবাদত ‘নামাজ’ অনুশীলন দুনিয়াতে প্রশান্তি লাভের অন্যতম সেরা মাধ্যম। নামাজের অনুশীলন প'দ্ধতিও আমাকে ইসলাম গ্রহণে আরো বেশি উদ্বু'দ্ধ করেছে।
ইসলামের বিভিন্ন বি'ষয় নিয়ে গবেষণা করতে করতে তিনি এ কথা বুঝতে সক্ষম হন যে, ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হে আমা'দের প্রতিপালক! মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা- আমা'দের সরল পথ দেখান এবং কবুল করুন। আল্লাহু’ম্মা আমিন।
Leave a Reply