মা'র্কেন্টাইল ব্যাংক লিমিটেড কর্মকর্তা নিয়োগের বিজ্ঞ'প্তি প্রকাশ করেছে। ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চল এবং খুলনা বিভাগের বিভিন্ন শাখায় পিও/এফএভিপি/এভিপি পদমর'্যাদায় হেড অব ব্রাঞ্চ নিয়োগ দেওয়া হবে।
যেকোনো বি'ষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পিও/এফএভিপি/এভিপি পদে আবেদন করতে পারবেন। উল্লেখিত অঞ্চলের যেকোনো বেসরকারি ব্যাংকে হেড অব ব্রাঞ্চ হিসেবে ৩ থেকে ৫ বছরের অ'ভিজ্ঞতাসহ মোট ১০ বছরের ব্যাংকে চাকরির অ'ভিজ্ঞতা থাকতে হবে এসব পদে আবেদন করতে চাইলে। বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা প্রবেশনারি অফিসার হিসেবে যারা চাকরি শুরু করেছিলেন তারাও আবেদনের সুযোগ পাবেন।
চাকরি প্রত্যাশীরা ১৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
Leave a Reply